SIP-তেও ট্যাক্স দিতে হতে পারে, বিনিয়োগের আগে যাচাই না করলেই বিপদ

Last Updated:

কর ছাড়ের জন্য বিনিয়োগ করতে চাইলে ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান, ইনস্যুরেন্স প্ল্যান ইত্যাদি নেওয়াই ভাল।

কলকাতা: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি সুশৃঙ্খল উপায়ে সম্পদ তৈরির দুর্দান্ত পদ্ধতি। তবে সবার আগে জেনে নেওয়া যাক এসআইপি কী!
এসআইপি কী: এসআইপি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একজন বিনিয়োগকারী নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। সেটা ত্রৈমাসিক, মাসিক বা সাপ্তাহিক হতে পারে। মাত্র ৫০০ টাকা দিয়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করা যায়। এতে কর ছাড়ও মেলে। তবে করছাড় পাওয়ার জন্য এসআইপি করলে মনে রাখতে হবে, সব এসআইপি কর-মুক্ত নয়।
advertisement
এসআইপি-তে বিনিয়োগের উপর যে পরিমাণ ট্যাক্স দিতে হবে তা নির্ভর করে মূলধন ইক্যুইটি ফান্ড বা ডেট ফান্ড বা উভয়েই বিনিয়োগ করা হয়েছে কি না। মিউচুয়াল ফান্ড দ্বারা প্রদত্ত লভ্যাংশ মোট আয়ের সঙ্গে যোগ করা হয় এবং আয়কর স্ল্যাবের ভিত্তিতে কর গণনা করা হয়।
advertisement
কর-মুক্ত বিনিয়োগ বিকল্প কী: কর-মুক্ত বিনিয়োগ বিকল্প হল যেখানে বিনিয়োগ করলে করছাড় পাওয়া যায়। কর ছাড়ের জন্য বিনিয়োগ করতে চাইলে ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান, ইনস্যুরেন্স প্ল্যান ইত্যাদি নেওয়াই ভাল।
advertisement
আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে করছাড়: আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড স্কিমগুলোতে বিনিয়োগ করলে করছাড় পাওয়া যায়। বিনিয়োগকারী ধারা ৮০সি-এর অধীনে মূল পরিমাণের (১.৫ লাখ পর্যন্ত) উপর ট্যাক্স ডিডাকশন দাবি করতে পারেন। পাশাপাশি, ধারা ১০-এর আওতায় অর্জিত সুদও করমুক্ত।
advertisement
পাশাপাশি আরও একটা ব্যাপার রয়েছে। বিনিয়োগের রিটার্ন যদি ১ লাখ টাকার কম হয় তাহলে এসআইপি সম্পূর্ণ করমুক্ত।
যে সব স্কিমে করযোগ্য আয় তৈরি হয়: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম, ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ৫ বছরের টাইম ডিপোজিটের মতো অন্যান্য কর-সঞ্চয় প্রকল্পগুলোতে, অর্জিত সুদের পরিমাণ আয়ের সঙ্গে যোগ হয় এবং সেই কারণে সেই নির্দিষ্ট বছরের আয়কর স্ল্যাব অনুসারে কর দিতে হয়।
advertisement
মাথায় রাখতে হবে: তাই আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দেন, কর-সঞ্চয়কারী এসআইপি স্কিম নির্বাচন করার সময় নিশ্চিত করতে হবে বিনিয়োগকারী যে সুদ অর্জন করেন তাও যেন করমুক্ত হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SIP-তেও ট্যাক্স দিতে হতে পারে, বিনিয়োগের আগে যাচাই না করলেই বিপদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement