Alfalfa Grass Farming: অল্প পুঁজিতে বেশি লাভ! একবার রোপণ করলেই কয়েক মাস টানা ফলন, বিদেশি ঘাস চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

Last Updated:

Alfalfa Grass Farming: বিদেশি এই ঘাস চাষে কম পুঁজি বিনিয়োগ করে এক মাসের মধ্যে ফলন পাওয়া যায় এবং গবাদি পশুর খাদ্য চাহিদা মিটিয়ে কৃষকরা লাভবান হচ্ছেন

+
আলফা

আলফা আলফা ঘাস

বসিরহাট, জুলফিকার মোল্যা: বিদেশি ঘাস চাষে সম্ভাবনাময় উৎপাদনে লাভের দিশা কৃষকদের।  এবার উন্নত প্রজাতির বিদেশি ঘাস চাষ করে একদিকে গবাদী পশুর যেমন খাবার জোগান দিচ্ছে ঠিক তেমনি এই ঘাস চাষ করে লাভের মুখ দেখছে বসিরহাটের আকিপুর আন্দুলপোতার বেশ কিছু যুবক।
শীতের মরশুম শুরু হতেই দিনদিন বাড়ছে বিদেশি আলফা আলফা প্রজাতির এই ঘাস চাষ। উন্নত জাতের এই ঘাস গবাদিপশুর খাদ্য চাহিদা মিটিয়ে কৃষকরা আয় করতে পারেন হাজার হাজার টাকা। খড়ের বিকল্প গরু-ছাগলসহ অন্যান্য গবাদিপশুকে খাদ্য হিসেবে দেওয়া যায় এই ঘাস। খড়ের দামের তুলনায় এই ঘাস সাশ্রয়ী হওয়াতে পশু পালনকারীরাও ঝুঁকছেন। আবার অনেকেই এই ঘাস চাষ করে হচ্ছেন আত্মনির্ভরশীল।
advertisement
আরও পড়ুন: কপাল বেয়ে ঝরে পড়ছে র*ক্ত! জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে হিরো ট্রাফিকগার্ডের তিনকর্মী
এলাকায় কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে চাষ হচ্ছে এই ঘাস। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি। কৃষক ও খামারিরা আলফা আলফা ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠছেন। বিশেষত খড়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদেশি জাতের এই ঘাস। এই ঘাসের চাষে তেমন পরিশ্রম করতে হয় না। কৃষকরা অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। এ জাতের ঘাস রোপণের এক মাসের মাথায় কাটার উপযোগী হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গোড়া থেকে চারা গজায়। সে ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে কাটার উপযোগী হয়। একটি গোছা থেকে ভাল মানের ঘাস হয়। একটি গরুর জন্য প্রতিদিন ৭-১০ কেজি ঘাস প্রয়োজন হয়। একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে কয়েক মাস টানা ঘাস পাওয়া যায়। ফলে খরচ কম হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: লাল পিঁপড়ের বাসা থেকে ডিম সংগ্রহের বিশেষ কৌশল, মাসে কয়েক হাজার টাকা আয় করছেন গ্রামের মানুষ
প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষের বিচুলি নষ্ট হয়ে খড়ের দাম বেশি হওয়ায় এখন এই ঘাস খাওয়ানো বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। এইগ ঘাস চাষ গরুর খাবারের চাহিদা মিটছে। এই ঘাস চাষের জন্য বীজ বোনা এবং চারা লাগানো যায়। বীজ বুনলে দেড় মাস এবং চারা লাগালে এক মাসের মধ্যে ঘাস বড় হয়ে যায়। প্রতিমাসে অল্প ফসফেট, পটাশ এবং ইউরিয়া সার দিতে হয়। মাঝে মধ্যে একটু সেচও দিতে হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alfalfa Grass Farming: অল্প পুঁজিতে বেশি লাভ! একবার রোপণ করলেই কয়েক মাস টানা ফলন, বিদেশি ঘাস চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা
Next Article
advertisement
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ: সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?
  • চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ

  • সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?

  • দেখে নিন একনজরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

VIEW MORE
advertisement
advertisement