ব্র্যান্ডেড জামাকাপড় থেকে জুতোয় ৫০% থেকে ৯০% পর্যন্ত ছাড়, AJIO আনল বিগ বোল্ড সেল
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
লেটেস্ট, ফ্যাশনেবল, ব্র্যান্ডেড জামাকাপড় ও অ্যাকসেসারিজ এত কম দামে ও দারুণ অফারে কেনার সুযোগ একদম হাতছাড়া করবেন না ৷
#মুম্বই: এত কম দামে ব্র্যান্ডেড পোশাক! জামাকাপড় থেকে জুতো সবেতেই বিপুল ছাড় ৷ ট্রেন্ডিং, ফ্রেশ নতুন স্টকেও মিলছে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় ৷ দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ফ্যাশন ই-রিটেলার AJIO.com-এ শুরু হল বিগ বোল্ড সেল ৷ ১১ জুন থেকে শুরু হওয়া এই সেল চলবে ১৫ জুন পর্যন্ত ৷
Nike, Puma, Adidas, Levis, United Colors Of Benetton... কোন ফ্যাশন ব্র্যান্ড নেই AJIO-তে! এক ক্লিকে সবচেয়ে বেশি জনপ্রিয় ২০০০-এরও বেশি ব্র্যান্ডের ২,০০,০০০-এরও বেশি প্রডাক্ট মিলবে এখানে ৷ AJIO-এর বিপুল এই সম্ভারের মধ্যে প্রত্যেকের স্টাইল ও পছন্দ অনুযায়ী রয়েছে জিনিস ৷ আন্তর্জাতিক মানের পোশাক ও অ্যাকসেসারিজের দুরন্ত সম্ভার এই ফ্যাশন ব্র্যান্ড থেকে এত সস্তায় কেনাকাটা করার এটাই সুযোগ ৷
advertisement
পুরুষ ও মহিলা উভয়ের জন্যই বিপুল সম্ভার রয়েছে AJIO-তে ৷ ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে ব্র্যান্ডেড টি-শার্ট, জিনস, কুর্তি থেকে ব্র্যান্ডেড স্নিকার্সেও ৷ শুধু ছাড়ই নয়, বিগ বোল্ড সেলের মাধ্যমে অনেক নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডকেও এনেছে এই প্ল্যাটফর্মে ৷
advertisement
লেটেস্ট, ফ্যাশনেবল, ব্র্যান্ডেড জামাকাপড় ও অ্যাকসেসারিজ এত কম দামে ও দারুণ অফারে কেনার সুযোগ একদম হাতছাড়া করবেন না ৷ সমস্ত লেটেস্ট ফ্যাশনের স্টক শেষ হওয়ার আগে জলদি নিজের কার্ট গুছিয়ে অর্ডার করুন AJIO.com-এ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2020 2:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্র্যান্ডেড জামাকাপড় থেকে জুতোয় ৫০% থেকে ৯০% পর্যন্ত ছাড়, AJIO আনল বিগ বোল্ড সেল