দিল্লির দামি এলাকায় কর্মীদের ফ্ল্যাট খালির নির্দেশ, বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়ার সম্পত্তি

Last Updated:

তা হলে এই কর্মীরা থাকবেন কোথায়? এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই কর্মীদের বিকল্প বাসস্থান ভর্তুকিযুক্ত ভাড়া অথবা লিজে খুঁজে দেবে এয়ার ইন্ডিয়া৷ কর্মীদের পদ অনুযায়ী ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা ভাড়া বা লিজে থাকার ব্যবস্থা করে দেবে সংস্থা৷

#নয়াদিল্লি: বিক্রি হবে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া৷ বিলগ্নীকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ যার নির্যাস, দক্ষিণ দিল্লির বসন্ত বিহার কলোনিতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিলাসবহুল ফ্ল্যাট খালি করার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ তাঁদের অবিলম্বে বিকল্প বাসস্থান খোঁজার আবেদন জানানো হয়েছে৷
দিল্লির বসন্ত বিহার হাউজিং কলোনিতে ৮১০টি ফ্ল্যাট রয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য৷ বর্তমানে ওই ফ্ল্যাটগুলির ৬৭৬টি ভর্তি রয়েছে৷ প্রবল আর্থিক সঙ্কটে চলা এয়ার ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে কর্মীদের বোঝা কমানোর প্রস্তাব পেশ করেছে৷ একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোয়ার্টার্স খালি করার জন্যও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷
তা হলে এই কর্মীরা থাকবেন কোথায়? এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই কর্মীদের বিকল্প বাসস্থান ভর্তুকিযুক্ত ভাড়া অথবা লিজে খুঁজে দেবে এয়ার ইন্ডিয়া৷ কর্মীদের পদ অনুযায়ী ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা ভাড়া বা লিজে থাকার ব্যবস্থা করে দেবে সংস্থা৷ ব্রোকারেজ চার্জ ও মালপত্র নিয়ে যাওয়ার খরচ বহন করবে সংস্থাই৷
advertisement
advertisement
তবে প্রপার দিল্লিতে বিকল্প বাসস্থান খুঁজে দিতে বেশ বেগ পেতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে৷ তাই দিল্লি-এনসিআরে অন্য স্টেশনেও বাড়ি খুঁজে দেওয়ার কথা পরিকল্পনা করছে সংস্থা৷ সংস্থার এক মুখপাত্রের কথায়, 'মার্কেট সার্ভে করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে৷ ঠিকঠাক বাসস্থান খোঁজার চেষ্টা চলছে কর্মীদের জন্য৷ লিজিং এগ্রিমেন্ট কোম্পানি ও বাড়ির মালিকের মধ্যে হচ্ছে৷ কোনও হাউস রেন্ট অ্যালাওয়েন্স লাইসেন্স ফি দিতে হবে না৷ আমরাই সব মিটিয়ে দেব৷'
advertisement
এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা কমাতে সংস্থার প্রচুর সম্পত্তি বিক্রি করা হচ্ছে৷ তার মধ্যে বিভিন্ন বড় শহরে থাকা এয়ার ইন্ডিয়ার বিল্ডিং, ফ্ল্যাট, জমি নিলামে তোলা হচ্ছে৷ এই সব সম্পত্তি বেচে ৯ হাজার কোটি টাকা সংগ্রহ হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার৷ বর্তমানে এয়ার ইন্ডিয়ার মোট ঋণের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকা৷
আরও ভিডিও: বিকল এয়ার ইন্ডিয়ার সার্ভার, বিশ্বজুড়ে ব্যাহত বিমান পরিষেবা
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিল্লির দামি এলাকায় কর্মীদের ফ্ল্যাট খালির নির্দেশ, বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়ার সম্পত্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement