দিল্লির দামি এলাকায় কর্মীদের ফ্ল্যাট খালির নির্দেশ, বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়ার সম্পত্তি
Last Updated:
তা হলে এই কর্মীরা থাকবেন কোথায়? এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই কর্মীদের বিকল্প বাসস্থান ভর্তুকিযুক্ত ভাড়া অথবা লিজে খুঁজে দেবে এয়ার ইন্ডিয়া৷ কর্মীদের পদ অনুযায়ী ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা ভাড়া বা লিজে থাকার ব্যবস্থা করে দেবে সংস্থা৷
#নয়াদিল্লি: বিক্রি হবে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া৷ বিলগ্নীকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ যার নির্যাস, দক্ষিণ দিল্লির বসন্ত বিহার কলোনিতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিলাসবহুল ফ্ল্যাট খালি করার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ তাঁদের অবিলম্বে বিকল্প বাসস্থান খোঁজার আবেদন জানানো হয়েছে৷
দিল্লির বসন্ত বিহার হাউজিং কলোনিতে ৮১০টি ফ্ল্যাট রয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য৷ বর্তমানে ওই ফ্ল্যাটগুলির ৬৭৬টি ভর্তি রয়েছে৷ প্রবল আর্থিক সঙ্কটে চলা এয়ার ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে কর্মীদের বোঝা কমানোর প্রস্তাব পেশ করেছে৷ একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোয়ার্টার্স খালি করার জন্যও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷
তা হলে এই কর্মীরা থাকবেন কোথায়? এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই কর্মীদের বিকল্প বাসস্থান ভর্তুকিযুক্ত ভাড়া অথবা লিজে খুঁজে দেবে এয়ার ইন্ডিয়া৷ কর্মীদের পদ অনুযায়ী ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা ভাড়া বা লিজে থাকার ব্যবস্থা করে দেবে সংস্থা৷ ব্রোকারেজ চার্জ ও মালপত্র নিয়ে যাওয়ার খরচ বহন করবে সংস্থাই৷
advertisement
advertisement
তবে প্রপার দিল্লিতে বিকল্প বাসস্থান খুঁজে দিতে বেশ বেগ পেতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে৷ তাই দিল্লি-এনসিআরে অন্য স্টেশনেও বাড়ি খুঁজে দেওয়ার কথা পরিকল্পনা করছে সংস্থা৷ সংস্থার এক মুখপাত্রের কথায়, 'মার্কেট সার্ভে করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে৷ ঠিকঠাক বাসস্থান খোঁজার চেষ্টা চলছে কর্মীদের জন্য৷ লিজিং এগ্রিমেন্ট কোম্পানি ও বাড়ির মালিকের মধ্যে হচ্ছে৷ কোনও হাউস রেন্ট অ্যালাওয়েন্স লাইসেন্স ফি দিতে হবে না৷ আমরাই সব মিটিয়ে দেব৷'
advertisement
এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা কমাতে সংস্থার প্রচুর সম্পত্তি বিক্রি করা হচ্ছে৷ তার মধ্যে বিভিন্ন বড় শহরে থাকা এয়ার ইন্ডিয়ার বিল্ডিং, ফ্ল্যাট, জমি নিলামে তোলা হচ্ছে৷ এই সব সম্পত্তি বেচে ৯ হাজার কোটি টাকা সংগ্রহ হবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার৷ বর্তমানে এয়ার ইন্ডিয়ার মোট ঋণের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকা৷
আরও ভিডিও: বিকল এয়ার ইন্ডিয়ার সার্ভার, বিশ্বজুড়ে ব্যাহত বিমান পরিষেবা
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2019 11:40 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিল্লির দামি এলাকায় কর্মীদের ফ্ল্যাট খালির নির্দেশ, বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়ার সম্পত্তি