অবিশ্বাস্য! জৈব চাষে ৩০ রকমের ফসল ফলিয়েছেন এই মহিলা, অনুপ্রেরণা কৃষকদের কাছে
- Published by:Rachana Majumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
একদিকে সমাজকর্মী হিসাবে কাজ করেন, অন্য দিকে নামমাত্র বিনিয়োগে তিনি ৩০ ধরনের বীজ বুনে ৩ মাসে কুড়ি হাজার টাকা উপার্জন করেন।
আজকাল অর্গানিক চাষের কদর বেড়েছে। এই পদ্ধতিতে চাষ করে লাভের মুখও দেখছেন চাষিরা। অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার কুরাবালাকোটা মণ্ডলের থেট্টু গ্রামের একজন মহিলা কৃষক তেমন ভাবেই লাভ করেছেন।
থেট্টু গ্রামের বাসিন্দা তালারি রাধিকা জৈব চাষের মাধ্যমে লাভজনক ফসল চাষ করছেন। রাধিকা, চাঁদমামা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। একদিকে সমাজকর্মী হিসাবে কাজ করেন, অন্য দিকে নামমাত্র বিনিয়োগে তিনি ৩০ ধরনের বীজ বুনে ৩ মাসে কুড়ি হাজার টাকা উপার্জন করেন।
advertisement
advertisement
রাধিকা বলেন, ‘জৈব চাষ এবং পিএমডিএস নীতিতে অর্থনৈতিক সুবিধা মেলে। পাশাপাশি প্রকৃতির উপকারও হয়। এতে জীববৈচিত্র্য বৃদ্ধি পায়, মাটির জৈব ও কার্বনের উপাদান বৃদ্ধি পায়, ফলে মাটি উর্বর হয়।’
তিনি জানান, বিভিন্ন ধরনের শস্য রোপণের ফলে বিভিন্ন ধরনের জীব উৎপন্ন হয়েছে মাটিতে। তা থেকেই বিভিন্ন উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি পেয়েছে। এই পদ্ধতিতে চাষ করলে পোকা-মাকড়ের সমস্যাও কম হয়। মাটিতে কেঁচোর সংখ্যা অনেক বেড়েছে এবং মাটির জলধারণ ক্ষমতাও বেড়েছে। নতুন উৎপাদিত ফসল থেকে গবাদিপশুরা ভাল পুষ্টি পাবে বলেও আশা করেন তিনি। আশেপাশের অনেকেই এখন এই পদ্ধতিতে চাষ করতে উৎসাহী।
advertisement
এই বিষয়ে অন্য কৃষকদের সাহায্য করতে উৎসাহী রাধিকাও। তিনি নিজের প্রতিবেশী বেশ কিছু কৃষকের মত বদলে সাহায্য করেছেন। তাঁরা নিজেদের বাড়ির জন্য শাক-সবজি চাষ করছেন জৈব পদ্ধতিতে। ক্ষতিকর রাসায়নিক না থাকায় এই চাষ নিয়ে সকলেই খুশি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 4:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অবিশ্বাস্য! জৈব চাষে ৩০ রকমের ফসল ফলিয়েছেন এই মহিলা, অনুপ্রেরণা কৃষকদের কাছে