Agriculture News: বিঘার পর বিঘা ফুল আর ফুল! সবজি চাষে লাভ নেই, ফুল চাষেই বাড়ছে ঝোঁক

Last Updated:

Agriculture News: সবজি চাষে লাভ মিলছে না সেই অর্থেই গ্রামের বেশিরভাগ চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত।

+
চাষ

চাষ হচ্ছে রংবেরঙের ফুল

শিলিগুড়ি: যতদূর চোখ যায় ততদূর শুধু রংবেরঙের ফুল। সবজি চাষ ছেড়ে ফুল চাষে ঝোঁক বাড়ছে শিলিগুড়ি এর প্রত্যন্ত গ্রামের চাষিদের মধ্যে।বর্তমানে শিলিগুড়ির বাজার ছেয়েছে তাদের হাতে চাষ করা রংবেরঙের ফুলে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে এই ফুলবাগান। বর্তমানে গ্রামের ১০০ এরও বেশি চাষি এই ফুল চাষ করেই নিজের জীবন যাপন করছে।
সবজি চাষে লাভ মিলছে না সেই অর্থেই গ্রামের বেশিরভাগ চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত। কম খরচেই দারুন লাভ। শিলিগুড়ি মহকুমা রাঙাপানি রাধাজোত গ্রামে একসময় প্রায় প্রত্যেকেই চাষাবাদ করে জীবন যাপন করতো। বর্তমানে সবজি ছেড়ে রংবেরঙের ফুল চাষে ব্যস্ত গ্রামের বহু মানুষ। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে সবজির ফলন কম আবার কখনওফসল ভালহলেও তার সঠিক দাম না মেলায় মাথায় হাত পড়ে চাষীদের। তাই বর্তমানে গ্রামের প্রায় আশি শতাংশ লোকের ভরসা এই ফুল চাষ ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে গ্রামের এক ফুল চাষি অশোক মজুমদার বলেন সবজি চাষের থেকে কম খরচায় এই ফুল চাষ করে ব্যবসায় লাভ ভালো হচ্ছে। এছাড়া সারা বছরই বাজারে ফুলের চাহিদা থাকে। নানান পুজো বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমানে ফুল ব্যবহার হওয়ায় বছরজুড়েই বাজারে ফুলের চাহিদা লক্ষ্য করা যায়। গ্রামের প্রায় বেশির ভাগ জমিতেই শুরু হয়েছে ফুল চাষ। রয়েছে হলুদ, লাল, কমলা রঙের গাঁদা ফুল, এছাড়া চাষ হচ্ছে ব্লসম। ফুল চাষের পর বাগান থেকে ফুলগুলি তুলে মালা গেঁথে তা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এছাড়াও সরাসরি বাগান থেকেও খুচরো ফুল বিক্রি করা হয়।
advertisement
বর্তমানে শিলিগুড়ির বুকে এই জায়গা শুধু ব্যবসার ক্ষেত্রে নয় প্রকৃতি প্রেমিকদের কাছেও আদর্শ হয়ে উঠেছে। কেউ ছুটে যাচ্ছেন ফুল কিনতে আবার কেউ রংবেরঙের ফুলের মাঝে তুলছেন রিলস বা সেলফি। সব মিলিয়ে শহরের কোলাহল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এই রংবেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বিঘার পর বিঘা ফুল আর ফুল! সবজি চাষে লাভ নেই, ফুল চাষেই বাড়ছে ঝোঁক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement