Hooghly News: জল অপচয় রুখতে ফোয়ারা সেচে জোর আরামবাগ কৃষি দফতরের

Last Updated:

চাষাবাদ হলেও জলের অপচয়ও হয় প্রচুর। জলের ঠিক মতো ব্যবহারের লক্ষ্যে কৃষি দফতর ‘বাংলা কৃষি সেচ যোজনা’য় জোর দিচ্ছে ফোয়ারা সেচে।

+
ফোয়ারা

ফোয়ারা সেচে

আরামবাগ: জলের অভাবে বেশি চাষের কাজ হয় না। যেখানে জলের ব্যবস্থা রয়েছে, সেখানে চাষাবাদ হলেও জলের অপচয়ও হয় প্রচুর। এই পরিস্থিতিতে জলের ঠিক মতো ব্যবহারের লক্ষ্যে কৃষি দফতর ‘বাংলা কৃষি সেচ যোজনা’য় জোর দিচ্ছে ফোয়ারা সেচে। গোঘাট ব্লকের বেশ কিছু জমিতে এই পদ্ধতিতে সেচের ব্যবস্থা করা হয়ছে। হুগলি জেলায় সব থেকে বেশি চাষাবাদ হয়।এমনকি ধান, আলু,আনাজ, ডাল শস্য, গম, সর্ষেরও চাষ হয় জমিতে। সম্পূর্ণ সেচের জলের উপর ভরসা করে চাষের কাজ হয়। পুকুর, কুয়ো, নলকূপের জলে, সাবমার্সিবল পাম্পের সাহায্যে জল তুলে এই মরসুমে মূলত চাষ হয়। কিন্তু সেই জলকেও ঠিক ভাবে ব্যবহার না করার ফলে জলের অপচয় হত।এই ‘অপচয়’ রোধ করতেই জরুরি ফোয়ারা সেচের উদ্যোগ নেয় কৃষি দফতর।
কৃষি দফতর এডিও সুদীপ ভট্টাচার্য জানান প্রথমত ফোয়ারা সেচের জন্য জলের উৎস থেকে একটি পাম্পের সাহায্যে পাইপ দিয়ে জল নির্দিষ্টি জমিতে দেওয়া হয়। ফলে, চিরাচরিত প্রথায় উৎস থেকে খেতে জল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জলের যে অপচয় হয়, তা রোধ করা সম্ভব। উৎস থেকে পাইপে জল নিয়ে যাওয়ার ফলে অল্প পরিমাণ জল বেশি পরিমাণ খেতে দেওয়া সম্ভব হয়। এই ব্যবস্থায় জল জমিতে সমভাবে বণ্টন করা সম্ভব। গাছের যতটা জল প্রয়োজন ততটাই জল দেওয়া হয়। এই পদ্ধতিতে সেচের কাজ তাড়াতাড়ি হওয়ায় ফলন বাড়ে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফলে একই জমিতে বিভিন্ন জায়গার সম পরিমাণ জলগ্রহণের ক্ষমতা থাকে না। এর প্রভাব পড়ে ফলনেও। ফোয়ারা সেচে এই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা।
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Hooghly News: জল অপচয় রুখতে ফোয়ারা সেচে জোর আরামবাগ কৃষি দফতরের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement