Agricultural Tips: জায়গার অভাব? চিন্তার কিছু নেই; কারণ জমি না থাকলেও এই কৌশলে দিব্যি করতে পারবেন সবুজ শাকসবজির চাষ, আর হয়ে যেতে পারেন মালামালও

Last Updated:

Agricultural Tips: হাইড্রোপনিক কৃষি আসলে একটি উন্নত কৌশল। যেখানে মাটি ছাড়াই গাছপালা জন্মাতে পারে। তবে এক্ষেত্রে গাছপালার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র পুষ্টিগুণে ভরা জলের। জলের পাইপ অথবা পাত্র ব্যবহার করে গাছের শিকড় সরাসরি জলে স্থাপন করা হয়।

জায়গার অভাব?
জায়গার অভাব?
আজকাল অনেকেই কৃষিকাজের দিকে ঝুঁকছেন। আর কৃষিকাজের জন্য তাঁরা গ্রহণ করছেন অভিনব পন্থাও। আর সেই কারণেই কৃষিকাজ আজ আর কেবল জমিতেই সীমাবদ্ধ নয়। অর্থাৎ কৃষিকাজের জন্য জমিরও প্রয়োজন হবে না। আসলে অনেকেই জমির অভাবে কৃষিকাজের ভাবনা থেকে পিছিয়ে আসেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রযুক্তির সাহায্য নিয়ে জমি ছাড়াই কৃষিকাজ করা সম্ভব।
ধরা যাক, কারও কাছে জমি নেই, কিন্তু তিনি কৃষিকাজে আগ্রহী। সেক্ষেত্রে তাঁর মুশকিল আসান করতে পারে হাইড্রোপনিক চাষের পদ্ধতি। বোঝাই যাচ্ছে যে, এই কৌশলটি ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে একেবারেই আলাদা। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারীদের জন্য তা অত্যন্ত উপযোগী। যাঁরা নিজেদের বাড়িতে অর্গ্যানিক সবজি চাষ করতে চাইছেন, এই প্রক্রিয়াটি তাঁদের জন্য খুবই উপকারী।
advertisement
advertisement
হাইড্রোপনিক কৃষি আসলে একটি উন্নত কৌশল। যেখানে মাটি ছাড়াই গাছপালা জন্মাতে পারে। তবে এক্ষেত্রে গাছপালার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র পুষ্টিগুণে ভরা জলের। জলের পাইপ অথবা পাত্র ব্যবহার করে গাছের শিকড় সরাসরি জলে স্থাপন করা হয়। তবে অবশ্য সেই জলে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ এবং পুষ্টি উপাদান যোগ করা হয়।
advertisement
কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. কপিল দেব আমেতা বলেন যে, এই কৌশলে কৃষিকাজ এখন ভারতেও জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে শহরাঞ্চলে, যেখানে জায়গার অভাব রয়েছে, সেখানে এই পদ্ধতিতে কৃষিকাজের চাহিদা বাড়ছে। এই কৌশলটি অবলম্বন করে কেবল পালং শাক, ধনেপাতা কিংবা লেটুসের মতো শাকই নয়, বেগুন, টম্যাটো, ঢেঁড়শের মতো সাধারণ সবজিও সফল ভাবে চাষ করা সম্ভব হচ্ছে।
advertisement
হাইড্রোপনিক চাষের সুবিধা হল, এই ধরনের চাষবাসের জন্য জমির প্রয়োজন হয় না। এটি ছাদ, বারান্দা বা যে কোনও খালি জায়গায় করা যেতে পারে। এর আর একটি বড় বৈশিষ্ট্য হল – কম জলে বেশি ফলন পাওয়া যায়। যদিও ঐতিহ্যবাহী চাষের তুলনায় এতে ৭০ থেকে ৯০ শতাংশ কম জল ব্যবহার করা হয়।
advertisement
তবে হাইড্রোপনিক কৌশলে চাষ শুরু করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এই কৌশলের উপর ভিত্তি করে চাষবাস শুরু করার আগে কিছু প্রাথমিক খরচ হয়। এর মধ্যে অন্যতম হল – পাইপলাইন, ফসলের পুষ্টির ব্যবস্থা এবং জল সঞ্চালন ব্যবস্থা সংক্রান্ত খরচ। তবে একবার গোটা সিস্টেমটি স্থাপন হয়ে গেলে, এর রক্ষণাবেক্ষণ সহজ এবং তা সাশ্রয়ীও বটে!
advertisement
যাঁরা কৃষিকাজে আগ্রহী, অথচ জমি না থাকায় সেই সাধ পূরণ করতে পারছেন না, তাহলে তাঁদের জন্য হাইড্রোপনিক কৌশলে চাষবাস একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে। আর এই কৌশলে চাষ করে দিব্যি ব্যবসাও করা যেতে পারে। বলাই বাহুল্য যে, আগামী দিনে নগর কৃষিকাজের জন্য একটি শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে এটি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agricultural Tips: জায়গার অভাব? চিন্তার কিছু নেই; কারণ জমি না থাকলেও এই কৌশলে দিব্যি করতে পারবেন সবুজ শাকসবজির চাষ, আর হয়ে যেতে পারেন মালামালও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement