RBI New Guidelines: জানুয়ারি থেকে বদলাতে পারে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জানুয়ারি ২০২২ থেকে পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম বদলাতে পারে ৷
#নয়াদিল্লি: ডেবিট ও ক্রেডিট কার্ডে ১৬ ডিজিটের নম্বর থাকে ৷ এই নম্বর কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয় ৷ তার উপর সকলের প্রায় একের বেশি কার্ড থাকে ৷ সে ক্ষেত্রে আলাদা আলাদা কার্ডের আলাদা কার্ড নম্বর মনে রাখা প্রায় অসম্ভব ৷ তবে রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই একটি নতুন নিয়ম আনতে চলেছে যার জেরে কার্ডের ১৬ ডিজিটের নম্বর মনে রাখতে হতে পারে সকলকে ৷ জানুয়ারি ২০২২ থেকে পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম বদলাতে পারে ৷ নতুন নিয়মে পেমেন্টের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর দিতে হতে পারে ৷
আরবিআই ডেটা স্টোরেজ পলিসিতে সংশোধিত গাইডলাইন নিয়ে তৈরি রয়েছে যা জানুয়ারি ২০২২ থেকে লাগু করা হতে পারে ৷ সংশোধিত রেগুলেশন পেমেন্ট এগ্রিগেটার্স ও মার্চেন্ট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স ইত্যাদিকে গ্রাহকদের কার্ডের তথ্য তাদের সার্ভার বা ডেটাবেসে স্টোর করা থেকে আটকাবে ৷
পেমেন্ট গেটওয়ে সংস্থা গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করতে পারবে না-
advertisement
advertisement
নয়া নিয়ম অনুযায়ী, অনলাইন মার্চেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ও পেমেন্ট এগ্রিগেটর ও অনলাইন গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করার অনুমতি দেওয়া হবে না ৷ অর্থাৎ অনলাইন পেমেন্টের জন্য আপনার কার্ড ভেরিফিকেশন ভ্যালু বা সিভিভি (CVV) দেওয়ার বদলে কার্ডের সমস্ত ডিটেল যেমন নাম,কার্ড নম্বর ও কার্ডের ভ্যালিডিটি দিতে হবে ৷
বর্তমানে প্রতিবার ১৬ ডিজিটের কার্ড নম্বর দিতে হয় না
advertisement
বর্তমানে যে কোনও অনলাইন ওয়েবসাইটে দ্বিতীয় বার পেমেন্ট করার জন্য কেবল সিভিভি ও ওটিপি দিতে হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2021 11:25 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI New Guidelines: জানুয়ারি থেকে বদলাতে পারে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের পদ্ধতি