New Business Idea|| সিম চাষে মারকাটারি লাভ, মুখে হাসি কৃষকদের, লাভের অঙ্ক শুনলে ভিড়মি খাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
New Business Idea: জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর চাষীদের চোখে-মুখে এখন তৃপ্তির হাসি। সাধারণত শীতকালেই সিম চাষ করেন সবজি চাষিরা।
#জলপাইগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠীর চাষিদের চোখে-মুখে এখন তৃপ্তির হাসি। সাধারণত সিম চাষ করেন সবজি চাষিরা।গধেয়ারকুঠী সেই এলাকায় ঘুরে দেখা যায়, প্রচুর পরিমানে সিমের চাষ হয়েছে। সাধারণ সিম সারা বছর বিভিন্ন পদ্ধতিতে চাষ হয়। অন্যদিকে, এই সময় বেশি জমিতে বরো ধান চাষ হয়। কিন্তু গধেয়ারকুঠীর কৃষকরা মূলক সিমের বেশি গুরুত্ব দেয়, কারণ সেই চাষ করে লাভের মুখ দেখেছেন তাঁরা। ব্যয় থেকে আয় পরিমাণ বাড়ছে ।
সবজি চাষিরা জানান, এই মরশুমে প্রতিবছরই সিমের চাষ করা হয়। যখন বাকি এলাকা ধান চাষে ব্যস্ত থাকে ঠিক সে সময়ে গধেয়ারকুঠীর চরচরাবাড়ি, কুশামারী, বগরিবাড়ি-সহ গধেয়ারকুঠীর বেশ কয়েকটি এলাকার কৃষকরা সিম নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। অনেকেই আবার এক জমিতে একই মরশুমে সিম এবং ধান চাষ করে। সিমের পাশাপাশি ধান চাষও করা হয়। তবে সিম চাষ বেশি নজরে আসে। সেখানকার সবজি চাষিদের মধ্যে অনেকেই সিম বিক্রির টাকায় ধান কিনে আনেন বাড়িতে।
advertisement
আরও পড়ুনঃ ২৫০ বছরে পা দিল কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমা, দেখুন ভিডিও
দেখা যাচ্ছে সেই সবজি চাষিরা পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন চাষিরা হাড়ভাঙা পরিশ্রম করছে। কয়েকমাস বিক্রি করেই লক্ষাধিক টাকা আসে চাষিদের ঘরে ঘরে। এলাকার প্রায় প্রতিটি বাড়িতে কম-বেশি সিম চাষ হয়। প্রতিবছরই বাজারে সিম আসে বেশি ভাগ কুশামারী, বগরিবাড়ি গ্ৰামের এলাকা থেকেই। বর্তমান এইসময়ে সিম খুব চাহিদা রয়েছে। তাই সিম ব্যবসায়ীরা দুয়ারে সিমে কিনতে চলে আসেন, মহাজনরা আসেন বিভিন্ন বড় বাজার থেকে।
advertisement
advertisement
যখন অন্য গ্রামের সবজি চাষিদের সিমের ফুল ফোটা শুরু হয়, সে সময় সিম বিক্রি হয় এই গ্রামে। এতটাই চাহিদা গধেয়ারকুটির সিম বিক্রয় করতে বাজারে পাড়ি দিতে হয় না কৃষকদের। কারণ তাদের সিমের গুণগতমান এবং ছাদে ভরপুর সেই কারণে তাদের ঘর থেকে এসে নিয়ে যায় মহাজনরা। কারণ এই সিমের উপরে প্রায় ৩০০ পরিবার নির্ভরশীল।
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 5:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea|| সিম চাষে মারকাটারি লাভ, মুখে হাসি কৃষকদের, লাভের অঙ্ক শুনলে ভিড়মি খাবেন
