Work From Home| করোনা মিটলেও চলবে ওয়ার্ক ফ্রম হোম! জানিয়ে দিল দেশের বৃহত্তম IT সংস্থা

Last Updated:

একাধিক সংস্থার চিফ অপারেটিং অফিসাররা মনে করছেন, করোনা ভাইরাস সমস্যা মিটলে বেশির ভাগ কর্মীকেই ওয়ার্ক ফ্রম হোমেই রাখা হবে৷

#মুম্বই: লকডাউনের জেরে দেশের বেশির ভাগ সংস্থাই এখন ওয়ার্ক ফ্রম হোমে রয়েছে৷ কর্মীরা বাড়িতে থেকেই অফিসের কাজ সারছেন৷ করোনা পরিস্থিতির জেরে তৈরি হওয়া এই কর্মসংস্কৃতি কি ভবিষ্যতেও বহাল থাকবে? দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) জানিয়ে দিল, করোনার পরে তারা ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতি বজায় রাখবে৷ ৭৫ শতাংশ কর্মীকেই বাড়ি থেকে কাজ করতে বলা হবে৷
টিসিএস জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে সংস্থার মোট সাড়ে ৩ লক্ষ কর্মীর মধ্যে ৭৫ শতাংশই বাড়ি থেকে কাজ করবেন৷ বর্তমানে টিসিএস-এ ২০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছে৷ সংস্থার চিফ অপারেটিং অফিসার এনজি সুব্রহ্মণ্যমের কথায়, '১০০ শতাংশ উত্‍পাদনের জন্য আমাদের মনে হয় না, অফিসে ২৫ শতাংশের বেশি কর্মী প্রয়োজন৷'
করোনা ভাইরাস অতিমারীর জেরে টিসিএস-এ বর্তমানে ৯০ শতাংশ কর্মীই বাড়ি থেকে কাজ করছেন৷ বিশেষজ্ঞরা বলছেন, টিসিএস-ই পদ দেখাবে ওয়ার্ক ফ্রম হোম স্থায়ী করার৷ তারপর বাকি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও সেই পথে এগোবে ভবিষ্যতে৷
advertisement
advertisement
একাধিক সংস্থার চিফ অপারেটিং অফিসাররা মনে করছেন, করোনা ভাইরাস সমস্যা মিটলে বেশির ভাগ কর্মীকেই ওয়ার্ক ফ্রম হোমেই রাখা হবে৷
অ্যানারক কনসাল্টিং-এর সিনিয়র ডিরেক্টরের বক্তব্য, অফিসে ২৫ শতাংশ কর্মী কমে গেলেই অফিস স্পেসও ১৫ শতাংশ কম লাগে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Work From Home| করোনা মিটলেও চলবে ওয়ার্ক ফ্রম হোম! জানিয়ে দিল দেশের বৃহত্তম IT সংস্থা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement