Home /News /business /
Work From Home| করোনা মিটলেও চলবে ওয়ার্ক ফ্রম হোম! জানিয়ে দিল দেশের বৃহত্তম IT সংস্থা

Work From Home| করোনা মিটলেও চলবে ওয়ার্ক ফ্রম হোম! জানিয়ে দিল দেশের বৃহত্তম IT সংস্থা

ওয়ার্ক ফ্রম হোম

ওয়ার্ক ফ্রম হোম

একাধিক সংস্থার চিফ অপারেটিং অফিসাররা মনে করছেন, করোনা ভাইরাস সমস্যা মিটলে বেশির ভাগ কর্মীকেই ওয়ার্ক ফ্রম হোমেই রাখা হবে৷

 • Share this:

  #মুম্বই: লকডাউনের জেরে দেশের বেশির ভাগ সংস্থাই এখন ওয়ার্ক ফ্রম হোমে রয়েছে৷ কর্মীরা বাড়িতে থেকেই অফিসের কাজ সারছেন৷ করোনা পরিস্থিতির জেরে তৈরি হওয়া এই কর্মসংস্কৃতি কি ভবিষ্যতেও বহাল থাকবে? দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) জানিয়ে দিল, করোনার পরে তারা ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতি বজায় রাখবে৷ ৭৫ শতাংশ কর্মীকেই বাড়ি থেকে কাজ করতে বলা হবে৷

  টিসিএস জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে সংস্থার মোট সাড়ে ৩ লক্ষ কর্মীর মধ্যে ৭৫ শতাংশই বাড়ি থেকে কাজ করবেন৷ বর্তমানে টিসিএস-এ ২০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছে৷ সংস্থার চিফ অপারেটিং অফিসার এনজি সুব্রহ্মণ্যমের কথায়, '১০০ শতাংশ উত্‍পাদনের জন্য আমাদের মনে হয় না, অফিসে ২৫ শতাংশের বেশি কর্মী প্রয়োজন৷'

  করোনা ভাইরাস অতিমারীর জেরে টিসিএস-এ বর্তমানে ৯০ শতাংশ কর্মীই বাড়ি থেকে কাজ করছেন৷ বিশেষজ্ঞরা বলছেন, টিসিএস-ই পদ দেখাবে ওয়ার্ক ফ্রম হোম স্থায়ী করার৷ তারপর বাকি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও সেই পথে এগোবে ভবিষ্যতে৷

  একাধিক সংস্থার চিফ অপারেটিং অফিসাররা মনে করছেন, করোনা ভাইরাস সমস্যা মিটলে বেশির ভাগ কর্মীকেই ওয়ার্ক ফ্রম হোমেই রাখা হবে৷

  অ্যানারক কনসাল্টিং-এর সিনিয়র ডিরেক্টরের বক্তব্য, অফিসে ২৫ শতাংশ কর্মী কমে গেলেই অফিস স্পেসও ১৫ শতাংশ কম লাগে৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Coronavirus, TCS, Work From Home

  পরবর্তী খবর