জিও প্রাইমের মেম্বারশিপ নিলে কী কী সুবিধা পাওয়া যাবে ? দেখে নিন

Last Updated:

এত কম টাকায় আনলিমিটেড ডেটা বা ভয়েস কল পরিষেবা পাওয়া অন্য যে কোনও নেটওয়ার্কেই অসম্ভব ৷

#মু্ম্বই: জিওর সম্পূর্ণ বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের পরিষেবা হয়তো আর পাওয়া যাবে না ৷ কারণ আগামী ১ এপ্রিল থেকেই জিওর আনলিমিটেড ডেটা ও ভয়েস কল ব্যবহার করতে গ্রাহকদের প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি খরচ ১০ টাকা  ৷ কিন্তু তা সত্ত্বেও বাকি সমস্ত টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে জিও ৷ কারণ এত কম টাকায় আনলিমিটেড ডেটা বা ভয়েস কল পরিষেবা পাওয়া অন্য যে কোনও নেটওয়ার্কেই অসম্ভব ৷  কিন্তু এই পরিষেবা পেতে গ্রাহকদের এখন ‘জিও প্রাইম’-এ আপগ্রেড হতে হবে ৷ আর তার জন্য দিতে হবে মাত্র ৯৯ টাকা ৷ জিও প্রাইমের সদস্য হলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ জিও প্রাইম সদস্যপদ গ্রহণ করলে অন্যান্য সংস্থা যে পরিমাণ ট্যারিফ ডেটা দিয়ে থাকে, তার থেকে ২০ শতাংশ বেশি ইন্টারনেট ডেটা পরিষেবাও দেবে জিও। তাই কী এই জিও প্রাইম মেম্বারশিপ ? দেখে নিন ৷

১. জিও প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন বর্তমানে যারা জিওর গ্রাহক ৷ আর সেই সদস্যপদ নিতে হবে ৩১ মার্চ, ২০১৭-র আগে ৷ ২. পয়লা মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নিতে হবে এই জিও প্রাইম মেম্বারশিপ ৷ ৩. জিও প্রাইমের সদস্যপদের জন্য ৯৯ টাকা একবারই দিতে হবে ৷ ৪. জিও প্রাইমের সদস্যরা আনলিমিটেড ডেটা ও ভয়েস কলের পরিষেবা পাবেন আরও ১২ মাস ধরে৷ অর্থাৎ ৩১ মার্চ,২০১৮ পর্যন্ত ৷ এই  পরিষেবা পেতে প্রতি মাসে দিতে হবে ৩০৩ টাকা করে ৷ ৫. জিও প্রাইম মেম্বাররা জিওর মিডিয়া সার্ভিস পাবেন একবছরের সাবস্ক্রিপশনেই ৷ ৬. জিও  এবং তার সহযোগিদের সমস্ত অফারই পাবেন জিও প্রাইমের মেম্বাররা ৷ ৭. জিও প্রাইম মেম্বারশিপ নিতে গ্রাহকরা MyJio App ব্যবহার ছাড়াও  jio.com-এ লগ ইন করতে পারেন ৷ এছাড়া জিও স্টোর এবং জিও পার্টনার স্টোরগুলিও গ্রাহকদের  পরিষেবার জন্য সবসময়  রয়েছে ৷আরও পড়ুন---

advertisement
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও প্রাইমের মেম্বারশিপ নিলে কী কী সুবিধা পাওয়া যাবে ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement