New Business Ideas: বাতাসে ভালবাসা, সঙ্গে টাকাও! ভ্যালেন্টাইন্স ডে-তে কীভাবে কামাবেন দুই হাতে, জেনে নিন এখনই!

Last Updated:

এই উপলক্ষ্যে বাজারে নামতে গেলে কেক, চকোলেট, ফুলের দিকেই দৌড়বেন সবাই। সেই ভিড় পাশ কাটিয়ে কীভাবে টাকা কামানো যায় দুই হাতে?

কলকাতা: যে কোনও উদযাপনের সঙ্গে কেনাকাটার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকেই। আর যেখানে উদযাপন সম্পর্কের, সেখানে খরচ তো কিছু বেশি হবেই। প্রতি বছর ভ্যালেন্টাইন্স উইক এলেই যে ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এক ধাক্কায় দাম বেড়ে যায় ৫ টাকার গোলাপের, অনেক খুঁজেও কম দামের টেডি বিয়ার বাজারে মেলে না। চকোলেট ব্র্যান্ডেড হলে একরকম, না হলে তারও দাম ৩০০ টাকার নিচে নামে না। উপচে পড়ে রেস্তোরাঁ, গুচ্ছ টাকা খরচ করেও তেমন ভাল খাবার বা পরিষেবা মেলে না, কোনও মতে খেয়ে উঠেই অপেক্ষায় থাকা জুটিকে জায়গা ছেড়ে দিতে হয়।
আর এই সবই হয়ে উঠতে পারে ভ্যালেন্টাইন্স ডে-র ব্যবসার অন্যতম অঙ্গ। তবে, এই উপলক্ষ্যে বাজারে নামতে গেলে কেক, চকোলেট, ফুলের দিকেই দৌড়বেন সবাই। সেই ভিড় পাশ কাটিয়ে কীভাবে টাকা কামানো যায় দুই হাতে?
advertisement
advertisement
আতিথেয়তা
আগেই বলা হয়েছে, জুটিরাও বিলক্ষণ জানেন, ভ্যালেন্টাইন্স ডে-র দিন রেস্তোরাঁ বা কাফে কেমন ভিড়ে ঠাসা থাকে। সেই ভিড়ে সবার তো যেতে ইচ্ছা নাও হতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে বাডড়ির একটা ঘর সুন্দর করে সাজিয়ে জুটিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করাই যায়। মেন্যু কী হবে, সেটাও ছেড়ে দেওয়া যাক তাঁদের উপরেই। কাস্টমাইজেশন আর পার্সোলাইজেশনই এই আতিথেয়তার মূল কথা। সুন্দর একটা সময় কাটানোর অবসর পেলে জুটি আর টাকা দুই আসতে বাধ্য।
advertisement
ভ্যালেন্টাইন কনসালটেন্ট
নামটা গালভরা, কাজটা খুব সহজ। কী করতে বলা হচ্ছে? কীভাবে নিজস্ব একটা সুন্দর সময় কাটানো যায়, তা নিয়ে অনেক ভেবেও বেশিরভাগ সময়ে কিছু ঠিক করতে পারেন না জুটিরা। সেই সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়ার আর পাঁচটা দিনের মতো কোণঠাসা হয়ে পড়ে বিশেষ দিনের উদযাপন। তাঁদের দিকে বাড়িয়ে দেওয়াই যায় সাহায্যের হাত। ভ্যালেন্টাইন্স উইক জুড়ে সঙ্গে থাকবে এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ- কী করলে মুহূর্ত হয়ে উঠবে অবিস্মরণীয়। এক্ষেত্রে লাগবে শুধু এক সহমর্মী মন, যা অন্য মনের দাবি বুঝে পথ দেখাবে।
advertisement
কম খরচে সেরা অফার
ভালবাসার মানুষের জন্য সবাই ভাল একটা উপহার কিনতে চান, কিন্তু দামি উপহার কেনার সঙ্গতি তো আর সবার থাকে না। এখানে কাজে আসুক আমাদের ব্যবসায়িক উদ্যোগ। হয় নানা দোকানের সঙ্গে কথা বলে বিক্রেতাদের টেনে আনা যায় এক জায়গায়- একটা ওয়েবসাইট শুধু এর জন্য তৈরি করতে হবে। এই খোঁজই সাইটের ট্রাফিক বা ভিউ বাড়ালে মুনাফাও বাড়বে সমান তালে। লাভ হবে সবার; Love হবে ব্যবসারও!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: বাতাসে ভালবাসা, সঙ্গে টাকাও! ভ্যালেন্টাইন্স ডে-তে কীভাবে কামাবেন দুই হাতে, জেনে নিন এখনই!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement