আজ থেকে বদলাতে চলেছে এই ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে!

Last Updated:

কিছু নিয়ম থেকে যেমন আপনি লাভবান হবেন আবার কিছু নিয়মের জেরে আপনার খরচও বাড়তে চলেছে ৷

#নয়াদিল্লি: আজ থেকে শুরু নতুন মাস ৷ আর তার সঙ্গেই বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ৷ ১ অগাস্ট অর্থাৎ আজ থেকে দেশজুড়ে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হবে যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের উপরে ৷ এদিন থেকে ৭টি নতুন নিয়ম লাগু করা হবে ৷ কিছু নিয়ম থেকে যেমন আপনি লাভবান হবেন আবার কিছু নিয়মের জেরে আপনার খরচও বাড়তে চলেছে ৷
১. ছুটির দিনেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বেতন - পয়লা অগাস্ট ২০২১ থেকে রবিবার বা অন্যান্য ছুটির দিনে আপনার বেতন, পেনশন, ডিভিডেন্ড ও ইন্টারেস্টের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷ ছুটির দিন বলে আর আটকে থাকবে না আপনার বেতন ৷ মাসের ৩১ বা ১ তারিখ রবিবার হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বেতন ৷ এবার থেকে আর ব্যাঙ্কিং ডে-র অপেক্ষা করতে হবে না ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে সপ্তাহের ৭দিন National Automated Clearing House- NACH -র সুবিধা মিলবে ৷ এর মাধ্যমেই ব্লক পেমেন্ট যেমন স্যালারি, পেনশন, সুদ, ডিভিডেন্ডের পেমেন্ট হয়ে থাকে ৷ ১ অগাস্ট থেকে NACH -র সুবিধা ২৪*৭ করে দেওয়ায় এবার সংস্থাগুলি যে কোনও সময় স্যালারি ট্রান্সফার করতে পারবে ৷
advertisement
২. বাড়িতে মিলবে ব্যাঙ্কিং সুবিধা- ১ অগাস্ট ২০২১ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তাদের গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য চার্জ লাগু করতে চলেছে ৷ বর্তমানে IPPB ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য কোনও চার্জ নেয় না ৷ তবে এবার থেকে বেশ কিছু পরিষেবার জন্য ২০ টাকা প্লাস জিএসটি নেওয়া হবে ৷
advertisement
advertisement
৩. ICICI ব্যাঙ্ক বাড়াতে চলেছে এই চার্জ- ICICI ব্যাঙ্কের তরফে ১ অগাস্ট থেকে বেশ কিছু চার্জ বাড়াতে চলেছে ৷ প্রতি মাসে ৪টি ক্যাশ লেনদেন বিনামূল্যে করা যাবে ৷ কিন্তু এই লিমিটের পর প্রত্যেক লেনদেনে ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷ এবার থেকে হোম ব্রাঞ্চ থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ তোলা যেতে পারে ৷ এর বেশি টাকা তুললে প্রত্যেক ১০০০ টাকায় ৫ টাকা চার্জ দিতে হবে ৷ ন্যূনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷ নন হোম ব্রাঞ্চ থেকে দিনে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও শুল্ক দিতে হবে না ৷ এর বেশি লেনদেন করলে প্রত্যেক ১০০০ টাকায় ৫ টাকা চার্জ দিতে হবে ৷ এখানেও ন্যূনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷
advertisement
৪. এটিএম থেকে টাকা তুললে দিতে হবে বেশি চার্জ- ১ অগাস্ট থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মেও হতে চলেছে বদল ৷ আরবিআই-এর তরফে সম্প্রতি এটিএম ট্রানজাকশনে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আরবিআই ইন্টারচেঞ্জ ফিস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৫ টাকা বাড়িয়ে ১৭ টাকা করে দিয়েছে ৷ নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৫ টাকা বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কে তরফে জানানো হয়েছে, ইন্টারচেঞ্জ শুল্ক ব্যাঙ্কের মাধ্যমে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় মার্চেন্টকে দেওয়া হয় ৷
advertisement
৫.সিলিন্ডারের নতুন দাম জারি- মাসের প্রথম তারিখ গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ৷ এদিন বাড়ির রান্নার গ্যাস ও কর্মাশিয়াল সিলিন্ডারের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি ৷
৬. বাড়তে পারে ফর্ম 15CA/15CB ফআইলিং ডেট- CBDT-র তরফে করদাতাদের অনেকটাই ছাড় দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে ফর্ম 15CA/15CB ফাইল করার ডেডলাইন ১৫ অগাস্টের পরও বাড়ানো হতে পারে ৷
advertisement
৭. লোন ও এফডি-র রেট বদলাতে পারে- ৪ থেকে ৭ অগাস্ট রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি-র বৈঠক হতে পারে ৷ বৈঠকে এফডি ও লোনের হারে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে এই ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement