আজ থেকে বদলাতে চলেছে এই ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কিছু নিয়ম থেকে যেমন আপনি লাভবান হবেন আবার কিছু নিয়মের জেরে আপনার খরচও বাড়তে চলেছে ৷
#নয়াদিল্লি: আজ থেকে শুরু নতুন মাস ৷ আর তার সঙ্গেই বদলাতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ৷ ১ অগাস্ট অর্থাৎ আজ থেকে দেশজুড়ে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হবে যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের উপরে ৷ এদিন থেকে ৭টি নতুন নিয়ম লাগু করা হবে ৷ কিছু নিয়ম থেকে যেমন আপনি লাভবান হবেন আবার কিছু নিয়মের জেরে আপনার খরচও বাড়তে চলেছে ৷
১. ছুটির দিনেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বেতন - পয়লা অগাস্ট ২০২১ থেকে রবিবার বা অন্যান্য ছুটির দিনে আপনার বেতন, পেনশন, ডিভিডেন্ড ও ইন্টারেস্টের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷ ছুটির দিন বলে আর আটকে থাকবে না আপনার বেতন ৷ মাসের ৩১ বা ১ তারিখ রবিবার হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বেতন ৷ এবার থেকে আর ব্যাঙ্কিং ডে-র অপেক্ষা করতে হবে না ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে সপ্তাহের ৭দিন National Automated Clearing House- NACH -র সুবিধা মিলবে ৷ এর মাধ্যমেই ব্লক পেমেন্ট যেমন স্যালারি, পেনশন, সুদ, ডিভিডেন্ডের পেমেন্ট হয়ে থাকে ৷ ১ অগাস্ট থেকে NACH -র সুবিধা ২৪*৭ করে দেওয়ায় এবার সংস্থাগুলি যে কোনও সময় স্যালারি ট্রান্সফার করতে পারবে ৷
advertisement
২. বাড়িতে মিলবে ব্যাঙ্কিং সুবিধা- ১ অগাস্ট ২০২১ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তাদের গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য চার্জ লাগু করতে চলেছে ৷ বর্তমানে IPPB ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের জন্য কোনও চার্জ নেয় না ৷ তবে এবার থেকে বেশ কিছু পরিষেবার জন্য ২০ টাকা প্লাস জিএসটি নেওয়া হবে ৷
advertisement
advertisement
৩. ICICI ব্যাঙ্ক বাড়াতে চলেছে এই চার্জ- ICICI ব্যাঙ্কের তরফে ১ অগাস্ট থেকে বেশ কিছু চার্জ বাড়াতে চলেছে ৷ প্রতি মাসে ৪টি ক্যাশ লেনদেন বিনামূল্যে করা যাবে ৷ কিন্তু এই লিমিটের পর প্রত্যেক লেনদেনে ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷ এবার থেকে হোম ব্রাঞ্চ থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ তোলা যেতে পারে ৷ এর বেশি টাকা তুললে প্রত্যেক ১০০০ টাকায় ৫ টাকা চার্জ দিতে হবে ৷ ন্যূনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷ নন হোম ব্রাঞ্চ থেকে দিনে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও শুল্ক দিতে হবে না ৷ এর বেশি লেনদেন করলে প্রত্যেক ১০০০ টাকায় ৫ টাকা চার্জ দিতে হবে ৷ এখানেও ন্যূনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷
advertisement
৪. এটিএম থেকে টাকা তুললে দিতে হবে বেশি চার্জ- ১ অগাস্ট থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মেও হতে চলেছে বদল ৷ আরবিআই-এর তরফে সম্প্রতি এটিএম ট্রানজাকশনে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ আরবিআই ইন্টারচেঞ্জ ফিস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৫ টাকা বাড়িয়ে ১৭ টাকা করে দিয়েছে ৷ নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৫ টাকা বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কে তরফে জানানো হয়েছে, ইন্টারচেঞ্জ শুল্ক ব্যাঙ্কের মাধ্যমে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় মার্চেন্টকে দেওয়া হয় ৷
advertisement
৫.সিলিন্ডারের নতুন দাম জারি- মাসের প্রথম তারিখ গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ৷ এদিন বাড়ির রান্নার গ্যাস ও কর্মাশিয়াল সিলিন্ডারের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি ৷
৬. বাড়তে পারে ফর্ম 15CA/15CB ফআইলিং ডেট- CBDT-র তরফে করদাতাদের অনেকটাই ছাড় দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে ফর্ম 15CA/15CB ফাইল করার ডেডলাইন ১৫ অগাস্টের পরও বাড়ানো হতে পারে ৷
advertisement
৭. লোন ও এফডি-র রেট বদলাতে পারে- ৪ থেকে ৭ অগাস্ট রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি-র বৈঠক হতে পারে ৷ বৈঠকে এফডি ও লোনের হারে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2021 8:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে এই ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে!