এই যুবকের জীবন পাল্টে দিয়েছিল ২০০০ টাকার নোট, কীভাবে জেনে নিন

Last Updated:

বিয়ের কার্ডটা দেখতে অবিকল ২০০০ টাকার নোটের মতোই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জায়গায় লেখা ‘লাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’।

বেঙ্গালুরু: হাতে আর মাত্র সাড়ে ৪ মাস সময়। তারপরেই ইতিহাস হয়ে যাবে ২০০০ টাকার নোট। কিন্তু এই গোলাপি নোটই চিরস্থায়ী জায়গা করে নিল চিক্কামাগালুরুর এক যুবকের জীবনে। কীভাবে? দেখে নেওয়া যাক সেই গল্প।
২০১৯ সালের ঘটনা। বিবাহবন্ধনে আবদ্ধ হন কালাসা তালুকের যুবক তেজু। এতটা পর্যন্ত সব ঠিকই ছিল। দুই তরুণ-তরুণী বিয়ে করবেন এতে নতুনত্ব কিছু নেই। কিন্তু আসল চমক ছিল বিয়ের আমন্ত্রণপত্রে। হ্যাঁ, ২০০০ টাকার নোটের আদলে বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন তেজু। প্রধানমন্ত্রী মোদির প্রতি তাঁর শ্রদ্ধাতেই এমন কার্ড ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
বিয়ের কার্ডটা দেখতে অবিকল ২০০০ টাকার নোটের মতোই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জায়গায় লেখা ‘লাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। গভর্নরের স্বাক্ষরের জায়গায় লেখা হয়েছে বিয়ের লগ্ন। গান্ধীজির ছবির বদলে নবদম্পতিকে আশীর্বাদরত শ্রীগণেশের ছবি।
নোটের উল্টো দিকে একটি স্ক্যানারও ছিল। স্ক্যান করলেই কোথায় বিয়ে হচ্ছে তার ঠিকানা দেখা যাবে। এরকমই প্রায় ১৫০০ কার্ড ছাপিয়েছিলেন তেজু। বিতরণ করা হয় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের। আরবিআই যখন ২০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছে তখন তেজুর বিয়ের এই আমন্ত্রণপত্রের ছবি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসি-মজায় মেতে উঠেছেন নেটিজেনরা।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই নোট অবিলম্বে বন্ধ হচ্ছে না। কেনাকাটা করা যাবে। সাধারণ মানুষ ২৩ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই নোট জমা বা বদলে নিতে পারেন।
২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তার প্রায় সাড়ে ৬ বছর পর এই সিদ্ধান্ত। সেই সময় ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করায় বাজারে মুদ্রার চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা মেটাতেই ২০০০ টাকার নোট আনে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে অন্যান্য মূল্যের নোটের পর্যাপ্ত জোগান রয়েছে। তাই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই যুবকের জীবন পাল্টে দিয়েছিল ২০০০ টাকার নোট, কীভাবে জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement