এই প্রসঙ্গে নবগাছিয়ার এমও রমেশ কুমার জানিয়েছেন যে, সরকারের নির্দেশ অনুযায়ী জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের সঙ্গে যুক্ত সকল রেশন কার্ডধারীর ক্ষেত্রেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান যে, সম্প্রতি সেখানকার প্রায় ৫০ হাজার রেশন কার্ডধারী নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছেন। তবে এখনও অনেকেরই লিঙ্ক করানো বাকি। অবশ্য এর জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেশন কার্ড আর আধার কার্ড লিঙ্ক করা না হলে সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
কিন্তু কীভাবে এই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করবেন রেশন কার্ডধারীরা? এই প্রসঙ্গে এমও রমেশ কুমার জানাচ্ছেন যে, সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশনের অফিসেই রাখা রয়েছে আধার সিডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে কেওয়াইসি করাতে হবে গ্রাহকদের। আর যাঁরা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কেওয়াইসি করাতে ব্যর্থ হবেন, তাঁদের নাম আগামী ১ জুলাই, ২০২৩ তারিখে তালিকা থেকে মুছে ফেলা হবে।