করোনায় মৃত্যু হলে কর্মচারীর পরিবারকে ১৫ লক্ষ টাকা দেবে এই সরকারি সংস্থা

Last Updated:

সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এই মাসের শুরুর দিকে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে মৃত্যু হলে কর্মচারীর পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ৷ সংস্থার তরফে এই প্রস্তাবে অনুমতি দেওয়া হয়েছে ৷ সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এই মাসের শুরুর দিকে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংস্থার প্রায় ৪ লক্ষ স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন ৷
নির্দেশ অনুযায়ী, কোল ইন্ডিয়ার কোনও কর্মচারীর করোনা ভাইরাসে মৃত্যু হলে তাঁর পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত ২৪ মার্চ ২০২০ থেকে লাগু করা হবে ৷
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছিলেন, কোল ইন্ডিয়ার কর্মীদের কোভিড ১৯- এর জেরে মৃত্যু হলে সেটা কাজের জায়গায় হওয়া দুর্ঘটনা হিসেবে দেখা হেব ৷ এবং সেই হিসেবে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনায় মৃত্যু হলে কর্মচারীর পরিবারকে ১৫ লক্ষ টাকা দেবে এই সরকারি সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement