WB Investment| লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, ১০০০ কোটি টাকার বিনিয়োগ রাজ্যে! কবে থেকে শুরু কাজ

Last Updated:

WB Investment| সূত্রের খবর আদিত্য বিড়লা গ্রুপ এই প্রকল্পটির জন্য আনুমানিক ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

লক্ষ্মীবারে রাজ্য়ের জন্য বড় সুখবর।
লক্ষ্মীবারে রাজ্য়ের জন্য বড় সুখবর।
#কলকাতা: রাজ্যে বড় বিনিয়োগের (WB Investment) খবর এল লক্ষ্মীবারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে শিল্প কারখানা গড়ার লিখিত প্রস্তাব দিয়েছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। সেই প্রকল্পেই সিলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর আদিত্য বিড়লা গ্রুপ এই প্রকল্পটির জন্য আনুমানিক ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
ফরচুন ৫০ তালিকাভুক্ত আন্তর্জাতিক শিল্পগোষ্ঠী - "আদিত্য বিড়লা গ্রুপ" গত ৪ অক্টোবর, ২০২১ এ পশ্চিমবঙ্গে একটি রঙ কারখানা স্থাপন করার জন্য একটি লিখিত প্রস্তাব দেয়। তার প্রেক্ষিতে আজ এই শিল্প গোষ্ঠীর কার্যনির্বাহী প্রেসিডেন্ট শ্রী সুনীল বাজাজ, চিফ অপারেটিং অফিসার অজিত কুমার মুখ্যসচিবের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠকের পরেই এই সুখবর মেলে।
advertisement
সূত্রের খবর, আদিত্য বিড়লা গ্রুপ খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ৮০ একর জমিতে প্রস্তাবিত এই রঙ কারখানা স্থাপন (WB Investment) করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।  এই মর্মে তারা লিখিত আবেদন জানিয়েছেন। ওই স্থানে তারা মূল কারখানার পাশাপাশি সহযোগী উৎপাদন কেন্দ্রগুলিও স্থাপন করবেন বলে জানিয়েছেন।
advertisement
advertisement
শুধুমাত্র রঙ কারখানা থেকে ৬০০ লোকের সরাসরি কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত কারখানাটি আগামী দেড় থেকে দু' বছরের মধ্যে চালু হবে বলে আশা করা যায়। আদিত্য বিড়লা গ্রুপের তরফে মাননীয়া মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের দ্রুত এবং সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
advertisement
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে সিঁড়ি করে। সিঙ্গুরে টাটার কারখানা আটকে যাওয়ার পর থেকেই রাজ্যে শিল্পলগ্নিতে খরা ছিলই।সেদিকে সময়ে সময়ে আঙুল তুলেছে বিরোধিরা। অন্য দিকে শাসক দলের ইস্তেহারেও প্রতিশ্রুতি থেকেছে শিল্প আনার। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে। স্বাভাবিক ভাবেই কাঁধ চওড়া হচ্ছে শাসকদলের।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
WB Investment| লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ, ১০০০ কোটি টাকার বিনিয়োগ রাজ্যে! কবে থেকে শুরু কাজ
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement