Online Jobs: অনলাইনে কাজ করতে চান! এই দশটি পথেই হতে পারে লক্ষ্মী লাভ, তাও কোনও বিনিয়োগ ছাড়াই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
বেশির ভাগ ক্ষেত্রেই সেজন্য শুধুমাত্র একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস আর উপযুক্ত ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
কলকাতা: বাড়ি থেকে কাজ করার বিষয়টি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। প্রায় সকলেই চাইছেন দিনের একটা নির্দিষ্ট সময় বাড়িতে থেকেই কাজের জন্য বরাদ্দ করতে। বেশির ভাগ ক্ষেত্রেই সেজন্য শুধুমাত্র একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস আর উপযুক্ত ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
অনলাইনে খুব অল্প খরচে বা কোনও স্টার্টআপ খরচ ছাড়াই উপার্জন করা সম্ভব। করোনাভাইরাস অতিমারীর সময় থেকে ই-কমার্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের কাজের সুযোগও বাড়ছে।
দেখে নেওয়া যাক ১০টি অনলাইন রোজগারের উপায়—
advertisement
১. অনলাইন সার্ভে–
জনপ্রিয় সার্ভে সাইটগুলিতে নিজের মতামত জানালেও ভাল অর্থ পাওয়া যায়।
২. গেম বা সফটওয়্যার পরীক্ষা—
ডেভেলপাররা তাদের তৈরি সফ্টওয়্যার ঠিক কেমন কাজ করছে তা জানতে চায়। ব্যবহারকারীর অভিজ্ঞতার জানানোও একটা উপার্জনের পথ হতে পারে।
advertisement
৩. ওয়েবসাইট রিভিউ—
যে কোনও ওয়েবসাইটের ফিডব্যাক খুব প্রয়োজনীয় বিষয়। এর উপর নির্ভর করে ওই সাইটের উন্নতি।
৪. মিস্টরি শপিং—
ব্যবসা রিভিউ করেও অর্থ রোজগার করা যায়। গ্রাহক হিসাবে নিজের অভিজ্ঞতার কথা জানাতে হবে।
advertisement
৫. ব্যবহৃত সামগ্রী বিক্রি—
ব্যবহৃত জিনিসপত্র যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন এমনকী জামাকাপড়ও বিক্রি করা যায়।
৬. স্কুল নোট বিক্রি—
এ এক চিরন্তন কাজ। অনলাইনে পড়াশোনা সংক্রান্ত যে কোনও নোট তৈরি করে দেওয়া যায়।
৭. ভয়েস-ওভার—
বিজ্ঞাপন, ট্রেলার এবং অডিও বুক-এ বিভিন্ন ভাবে স্বরক্ষেপণ করা যায়। তার জন্য রোজগারও হয়।
৮. নকশা ও চিত্রশিল্প—
নিজের আঁকা নানা ধরনের পণ্য বিক্রি করা যায়। এমনকী অন্য লেখকের বইয়ের জন্য প্রচ্ছদও আঁকা যায়।
advertisement
৯. স্টক ফটো এবং ফুটেজ বিক্রি—
ছবি বা ভিডিও তোলার শখ থাকলে এই পেশা দুর্দান্ত হতে পারে। পুরনো বা নতুন কোনও ভাল ও দুষ্প্রাপ্য ছবি বা ভিডিও জমানো থাকলে তা চড়া দামেও বিক্রি হতে পারে।
১০. যে কোনও ছোট ছোট কাজ—
যাঁদের প্রযুক্তিগত দক্ষতা সীমিত, মাত্র কয়েক ঘণ্টা কাজ করতে পারবেন, তাঁদের জন্য এটি আদর্শ পেশা হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 5:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Online Jobs: অনলাইনে কাজ করতে চান! এই দশটি পথেই হতে পারে লক্ষ্মী লাভ, তাও কোনও বিনিয়োগ ছাড়াই!