আরও কিছুটা বাড়ল ডলার প্রতি টাকার দাম! আশা জাগছে ধীরেধীরে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dollars in Rupees: বুধবার ৯ নভেম্বর, ২০২২ তারিখে ডলার প্রতি টাকার দাম গিয়েছে ৮১.৪৩ টাকায়।
#নয়াদিল্লি: অঙ্কের হিসেবে তেমন হেরফের না হলেও আশার আলো সামান্য হলেও দেখা গিয়েছে তো বটেই! ১৯ অক্টোবর, ২০২২ তারিখে ডলার প্রতি টাকার দাম পৌঁছে গিয়েছিল ৮৩ টাকায়- এটাকেই সাম্প্রতিক সময়ের রেকর্ড উচ্চ হার বলে গণ্য করা হয়েছে। মঙ্গলবার ৮ নভেম্বর, ২০২২ তারিখে তা এসে ঠেকেছিল ৮১.৮৮ টাকায়।
বুধবার ৯ নভেম্বর, ২০২২ তারিখে ডলার প্রতি টাকার দাম গিয়েছে ৮১.৪৩ টাকায়। বৃহস্পতিবার সেই সংখ্যা হয় ৮১.৬০ টাকায়। আর শুক্রবার বেশ অনেকখানি নেমে তা গিয়ে দাঁড়ায় ৮০.৭৯ টাকায়।
advertisement
advertisement
এক টাকা দিয়ে যদি আগের চেয়ে বেশি ডলার কেনা যায়, তার মানে দাঁড়ায় ভারতীয় মুদ্রা শক্তিশালী হয়েছে। আবার কম কেনা হলে বলা হয় ভারতীয় মুদ্রার চাহিদা কমেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 10:33 AM IST