স্বামী অগ্নিবেশকে হেনস্থা, দায় এড়াল যুব মোর্চা

Last Updated:
#পাকুড়: ঝাড়খন্ডের পাকুড়ে সমাজসেবী স্বামী অগ্নিবেশকে হেনস্থা করার ঘটনায় দায় এড়াল  ভারতীয় জনতা যুব মোর্চা ।
মঙ্গলবার পাকুড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিজেপি কর্মীসমর্থকদের হাতে প্রহৃত হন ৮০ বছরবয়সী স্বামী অগ্নিবেশ । তাঁর বিরুদ্ধে স্লোগানও দেয় হেনস্থাকারীরা ও তাঁকে ফিরে যেতে বলা হয় । ভারতীয় জনতা যুব মোর্চা-বিজেপির একটি যুব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করা হয় । কিন্তু এই ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যুব মোর্চা ও এই ঘটনায় তাঁদের কোনওরকম ভূমিকা নেই বলেই জানিয়েছে এই দল ।
advertisement
advertisement
যুব মোর্চার প্রাদেশিক সভাপতি অমিত সিংহ জানিয়েছেন, অগ্নিবেশের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করার পরিকল্পনা নিয়েছিলেন ঠিকই, কিন্তু এই ঘটনার সাথে তাঁরা কোনওভাবে জড়িত নন । তিনি আরও জানিয়েছেন, অগ্নিবেশ নকশালপন্থি রাজনীতিকে সমর্থন করে থাকেন ও সেই কারণেই তাঁরা অগ্নিবেশের বিরুদ্ধে প্রতিবাদ ও তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনাও করেছিল । অমিত সিংহ জানিয়েছেন, তিনি নিজে ঘটনার ভিডিও দেখেছেন, সেখানে যুব মোর্চার সদস্যরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিলেও, মোর্চার কোনও সদস্য অগ্নিবেশের গায়ে হাত তোলেননি । তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক মতভেদের কারণেই মোর্চার সদস্যদের নামে এফআইআর দায়ের হয়েছে ।
advertisement
বিজেপি ঝাড়খন্ডের মুখপাত্র পি সহদেও এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত নয় বলে জানিয়েছেন । তিনি আবার অগ্নিবেশকেই পাল্টা কটাক্ষ করেছেন । তিনি বলেছেন, এই ঘটনা সম্পূর্ণ নিন্দনীয় কিন্তু স্বামী অগ্নিবেশের যা রাজনৈতিক কার্যকলাপ তাতে তাঁর উপর এই আক্রমণ কোনও বিস্ময়কর ঘটনা নয় ।
advertisement
রাঁচি হাইকোর্টের কাছে ইতিমধ্যে এই ঘটনার অনুসন্ধান করার জন্য আর্জি জানিয়েছেন স্বামী অগ্নিবেশ। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারের কিছু ঘন্টা পরেই অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় ও এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন পুলিশকেই । তাঁকে রীতিমত প্রস্তুতি নিয়ে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, জানিয়েছেন অগ্নিবেশ ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামী অগ্নিবেশকে হেনস্থা, দায় এড়াল যুব মোর্চা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement