Birbhum News: লক্ষ্মীপুজোর খিচুড়ি খেয়ে শিশু সহ দু'জনের মৃত্যু, অসুস্থ আরও ৮

Last Updated:

লক্ষ্মীপুজোর প্রসাদ খেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল বীরভূমে। মৃত্যু হল দু'জনের, গুরুতর অসুস্থ আটজন

বীরভূম: লক্ষ্মীপুজোর বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু হল এক শিশু কন্যা সহ দু’জনের। অসুস্থ আরও আটজন।এই চাঞ্চল্যকর ঘটনাটি রাজনগরের ছোট বাজার এলাকার বাগদি পাড়ার। অসুস্থদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুজোর প্রসাদের খিচুড়ি খেয়ে দু’জনের মৃত্যু এবং আটজনের অসুস্থতার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজো উপলক্ষে সোমবার এলাকার মন্দিরে খিচুড়ি রান্না করা হয়েছিল। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ মন্দির পরিষ্কার করার সময় অবশিষ্ট থাকা খিচুড়ি এলাকার কয়েকজন মিলে খান। এর কিছুক্ষণ পরই তাঁদের বমি এবং শ্বাসকষ্ট শুরু হয়। বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে।
advertisement
advertisement
গ্রামবাসীরা দ্রুত অসুস্থদের রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাতে মৃত্যু হয় পারু বাগদি নামে চার বছরে এক শিশুর। বুধবার সকালে মৃত্যু হয় সাধু বাগদি (৫৫) নামে এক ব্যক্তির।
এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে গ্রামবাসীদের মধ্যে। সিউড়ি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল জানান, অসুস্থ হয়ে যারা এখনও হাসপাতালে ভর্তি আছেন তাঁদের বিষয়টি দেখভাল করার জন্য দু’জন অ্যাসিস্ট্যান্ট সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে কিছু বলতে রাজি হননি।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: লক্ষ্মীপুজোর খিচুড়ি খেয়ে শিশু সহ দু'জনের মৃত্যু, অসুস্থ আরও ৮
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement