Road Accident: মর্মান্তিক! লরির ধাক্কায় মৃত্যু ২ জনের, পথ দুর্ঘটনায় ধুন্ধুমার কাণ্ড বীরভূমে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Road Accident: দুপুর বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গাড়ি আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা এগারোটা নাগাদ বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্ভুক্ত ১৪ জাতীয় সড়কের কাছে।
বীরভূম: দুপুর বেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গাড়ি আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা এগারোটা নাগাদ বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্ভুক্ত ১৪ জাতীয় সড়কের কাছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বালি বোঝায় লরিটি গাড়িতে থাকা ৬ জন আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত চারজনকে তৎক্ষণাত এলাকাবাসীরা রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বালি বোঝায় লরিটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল অন্যদিকে ৬ জন আরোহী নিয়ে চায়না গাড়িটি তেজহাটি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল সেই সময়ই লরির ধাক্কায় মৃত্যু হয় দু’জনের এবং আহত হয় আরও চারজন। মৃত দুই জনের নাম বন্যেশ্বর লেট এবং ইন্দ্রজিৎ লেট দু’জনেরই বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছরের কাছাকাছি।
advertisement
advertisement
প্রসঙ্গত. আজ থেকে ঠিক এক বছর আগে ওই পরিবারেরই এক সদস্যের মৃত্যু হয় ঠিক একই জায়গায় বলে দাবি করছেন এলাকাবাসীরা। এরপরেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তিতে শোকের ছায়া নেমেছে পরিবারের মধ্যে।সকাল ১১ টা থেকে টানা দু-ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পথ অবরোধ এর ফলে ১৪ নম্বর জাতীয় সড়কের প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
advertisement
বর্তমানে আহত চারজনকে রামপুরহাট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে অন্যদিকে মৃত দুইজনকে ময়নাতদন্ত্রের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 2:20 PM IST