Birbhum News- কেউ জয়ের আশায় প্রচারে, কেউ জয় পেয়ে বিজয় মিছিলে, পৌরভোটে বিচিত্র চিত্র বীরভূমে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
একদিকে জয়ী প্রার্থীরা বিজয়ী মিছিল করে নিজেদের জয়ের সেলিব্রেশন করছেন, আর অন্যদিকে যে সকল ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা হচ্ছে সেই সকল ওয়ার্ডের শাসক দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার করছেন
#বীরভূম: ২০২২-এর পৌর নির্বাচনে বীরভূমে একের পর এক পৌরসভা এবং ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দিতায় জিততে দেখা যাচ্ছে তৃণমূলকে। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর হয়েছে মনোনয়নপত্র দাখিল। তবে স্ক্রুটিনি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ ওয়ার্ড বিরোধী প্রার্থী শূন্য। অধিকাংশ ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থী না থাকার কারণে শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই-সকল ওয়ার্ডে জয়লাভ করলো। মনোনয়ন দাখিলের সময়ই শাসক দল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিল সাঁইথিয়া পৌরসভায়। ওই পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে তৃণমূল জয়লাভ করার কারণে ভোটের আগেই সাঁইথিয়া পৌরসভা ধরে রাখতে সক্ষম হয় তারা। বিনা প্রতিদ্বন্দীতায় সাঁইথিয়া পৌরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জয় লাভ করেছে তৃণমূল। একইভাবে ভোটের আগেই পৌরসভা দখল হয়েছে সিউড়িতে। সিউড়িতে ২১টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ড শাসক দল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। বোলপুর পৌরসভার ক্ষেত্রেও ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটেনি। বোলপুর পৌরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে ১০টি ওয়ার্ডে।
অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর দুবরাজপুর পৌরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল এবং রামপুরহাট পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করছেন তৃণমূল প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এবং প্রতিদ্বন্দ্বীতা, এই দুইয়ের পরিপ্রেক্ষিতে বীরভূম জেলায় বিচিত্র চিত্র লক্ষ্য করা গেল। একদিকে জয়ী প্রার্থীরা বিজয়ী মিছিল করে নিজেদের জয়ের সেলিব্রেশন করছেন, আর অন্যদিকে যে সকল ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা হচ্ছে সেই সকল ওয়ার্ডের শাসক দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার করছেন।
Location :
First Published :
February 17, 2022 7:34 PM IST