Birbhum News: বিকল্প পৌষ মেলা, পৌষ উৎসব, অন্যদিকে পড়ুয়াদের আন্দোলন! বিচিত্র পরিস্থিতি শান্তিনিকেতনে
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করেনি। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য ধরে রাখতে বোলপুর পৌরসভা এবং স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্যদের সহযোগিতায় ডাক বাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করেছে।
#বীরভূম : চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্বপল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করেনি। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য ধরে রাখতে বোলপুর পৌরসভা এবং স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্যদের সহযোগিতায় ডাক বাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করেছে। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন না করলেও ঐতিহ্য ধরে রাখতে পৌষ উৎসব করবে এবং ইতিমধ্যেই তার অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। তবে এসবের মাঝেও বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন এখনো থমকে যায়নি। এসব নিয়েই বিশ্বভারতীতে তৈরি হয়েছে বিচিত্র পরিস্থিতি।
একদিকে যখন সবাই মেলা নিয়ে তোড়জোড় শুরু করেছে সেই সময় আবার বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ উৎসব নিয়ে প্রস্তুতি চালাচ্ছে। তবে এসবের মাঝেও নিজেদের দাবি দেওয়া নিয়ে অনড় এবং তারা বলাকা গেটের সামনে কয়েক দিন ধরে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন। মূলত এর আগে তারা উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনে মঞ্চ করে অবস্থান করলেও তা পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ ভেঙে দেয়। তারপরই তারা এখন বলাকা গেটের সামনে এসে মঞ্চ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
advertisement
আন্দোলনরত পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের মঞ্চ এখন প্রতিবাদ মঞ্চে পরিণত হয়েছে এবং তা জনসম্মুখে আনা হয়েছে। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন ততদিন চলবে যতদিন না উপাচার্যকে তারা বিশ্বভারতী থেকে তাড়াতে পারছেন। বিশ্বভারতী ক্যাম্পাস বিভিন্ন সময় পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে দেখা যায়। ঠিক সেই রকমই নভেম্বর মাসের ২৩ তারিখ নতুন করে আন্দোলন মাথাচারা দেয় মূলত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ, হাতে গোনা কয়েকজন পড়ুয়ার ভর্তি, পিএইচডি আটকে রাখার প্রতিবাদে, অবিলম্বে সমস্ত বকেয়া রেজাল্ট প্রকাশ করা ইত্যাদি বিভিন্ন দাবী দাওয়া নিয়ে।
advertisement
advertisement
পড়ুয়াদের অভিযোগ এই আন্দোলন চলার সময় অন্যায় ভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তারেক্ষীদের দিয়ে ছাত্রদের ওপর চড়াও হয়েছে। এসবের পাল্টা হিসাবেই তারা এখন প্রতিবাদ মঞ্চ করে প্রতিবাদ জানাচ্ছেন এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চাইছেন। এমনকি পড়ুয়ারা তাদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার মিছিল বের করবেন বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে।
Madhab Das
Location :
First Published :
December 23, 2022 1:01 PM IST