Birbhum News: বুকের যন্ত্রণায় হাসাপাতালে এল রোগী! একটা ইনজেকশন, তারপরেই...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUPRATIM DAS
Last Updated:
Birbhum News: ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ রোগীর বাড়ির আত্মীয়দের।
বীরভূম: ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, ঘটনাস্থলে পৌঁচেছে সিউড়ি পুলিশ।
সূত্রের খবর, সিউড়ি থানা এলাকার ভগবানবাটির বাসিন্দা রথীন দাস গতকাল রাতে বুকে ব্যথা নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, এরপর ওই রোগীর পরিবারের লোকেরা বুকে ব্যথার কথা কর্তব্যরত নার্সদের জানালে শুধু মাত্র জিভের তলায় দেওয়ার ওষুধ দেয়। আজ ভোরে কিছুটা সুস্থ হয়ে ওই যুবক হাসপাতালের বাথরুমে নিজে যায় বলেও জানান তাঁর বাড়ির লোকেরা। এরপর নার্সরা আজ সকালে ইঞ্জেকশান দেওয়ার পর হঠাতই মৃত্যু হয় ওই যুবকের। বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকেরা। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
advertisement
ওই রোগীর এক আত্মীয় তরুণ বিশ্বাস জানান, ” গতকাল সন্ধে ৬টার সময় বমি হওয়ায় আমরা ভর্তি করি। পরের দিন সকালে একটু হালকা শ্বাসকষ্টের মতো হয়। তখন আমরা নার্সদের জানায় । প্রথমে ওঁদের দেখা পাওয়া যায়না, তারপরই এক নার্স এসে আমাদের রোগীকে ইনজেকশন দেয়। কিছুক্ষণেই মারা যায়। ইনজেকশন দেওয়ার পরই এমনটা ঘটে। যাদের এই ভুল ইনজেকশন দেওয়ায় এমনটা ঘটেছে আমরা তাদের শাস্তি চাইছি।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 12:44 PM IST