Birbhum News|| একজনের স্বাস্থ্যসাথী কার্ডে অন্যজনের চিকিৎসা, ধরা পড়লেন ঝাড়খণ্ডের বাসিন্দা

Last Updated:

Swasth sathi card fraud: অন্যের নাম ভাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেওয়ার জন্য সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের রানীশ্বরের বাসিন্দা সঞ্জিদা বিবি ওরফে গুড্ডি বিবি।

+
জালিয়াতির

জালিয়াতির অভিযোগ

#বীরভূম: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে বহু বেসরকারি হাসপাতাল অস্বীকার করে থাকে, এমন অভিযোগ হামেশাই শোনা যায়। তবে ঝাড়খণ্ডের বাসিন্দা এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেওয়ার জন্য নাম ভাঁড়িয়ে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। যদিও ঘটনাটি জানাজানি হতেই বিপাকে পড়েন ওই রোগী।
অন্যের নাম ভাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেওয়ার জন্য সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের রানীশ্বরের বাসিন্দা সঞ্জিদা বিবি ওরফে গুড্ডি বিবি। একটি মোটর বাইক দুর্ঘটনায় তার পা ভাঙে এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেখানে দালাল চক্রে পড়ে তাদের আনা হয় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে চিকিৎসা করানোর জন্য তারই এক আত্মীয় সিউড়ির লালকুঠি পাড়ার আফিজা বিবির নাম, আধার কার্ড ব্যবহার করা হয়। আবার স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা হয় আরেক আত্মীয় লাজিনা বিবির।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের মতো উন্মাদনা নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোয়, দেখুন  
বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার আগে সমস্ত কিছু যাচাই করার সময় বিষয়টি ধরে ফেলেন এবং তারা আপত্তি তোলেন। এরপরেই ঝাড়খন্ড থেকে চিকিৎসা করাতে আসা ওই রোগী রীতিমতো অস্বস্তিতে পড়েন। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এমন ঘটনার পর ইতিমধ্যেই ওই স্বাস্থ্য সাথী কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
তবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এলেও এমন জালিয়াতির ঘটনা সচরাচর দেখা যায় না। সিউড়ির এই ঘটনা রাজ্যে জালিয়াতির অন্যতম দৃষ্টান্ত তৈরি করল বলেই মনে করছেন অনেকে।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News|| একজনের স্বাস্থ্যসাথী কার্ডে অন্যজনের চিকিৎসা, ধরা পড়লেন ঝাড়খণ্ডের বাসিন্দা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement