Birbhum News- বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এই সকল পড়ুয়ারা এবং শিক্ষকরা অবিলম্বে বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর চালু করার দাবি তোলার পাশাপাশি অবিলম্বে বিভাগের সমস্ত স্থায়ী পদে নিয়োগের দাবিও তুলেছেন
#বীরভূম : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষায় স্নাতক থেকে স্নাতকোত্তর এবং অন্যান্য উচ্চ শিক্ষার ব্যবস্থা থাকলেও আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের কোন ব্যবস্থা নেই। অথচ এই বিশ্ববিদ্যালয়ে এই ভাষাতেই চালু রয়েছে সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, পিএইচডি কোর্স। কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর চালু না থাকার কারণে বিশ্বভারতী সংলগ্ন বহু পড়ুয়ারা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান এবং আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এই ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবি করেছেন।
এই বিষয়ে তাঁরা জানিয়েছেন, বিশ্বভারতী সংলগ্ন এলাকায় হাজারের বেশি পড়ুয়া আরবি ভাষা নিয়ে পড়াশোনা করে। এর পাশাপাশি ১৬টি বিদ্যালয়ের তরফ থেকে প্রধান শিক্ষক এবং অন্যান্য অবিলম্বে বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালু করার আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, বিশ্বভারতীতে অনেক ভাষায় যেমন ফারসীতে এলাকায় পড়াশোনা করানো না হলেও স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করার ব্যবস্থা রয়েছে। তাহলে কেন আরবি ভাষায় এই ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই সকল পড়ুয়ারা এবং শিক্ষকরা অবিলম্বে বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর চালু করার দাবি তোলার পাশাপাশি অবিলম্বে বিভাগের সমস্ত স্থায়ী পদে নিয়োগের দাবিও তুলেছেন।
advertisement
আরবি ভাষায় পাঠরত এক ছাত্রী তাজমিরা খাতুন জানিয়েছেন, "বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর না থাকার কারণেই আমাদের দূর-দূরান্তে পড়াশোনা করতে যেতে হয়। ২০১৮ সাল থেকে আমরা এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। কিন্তু সেই সকল আবেদন সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"
advertisement
Location :
First Published :
February 15, 2022 3:50 PM IST