Birbhum: বাপ্পি লাহিড়ীর প্রয়াণের শোকাহত জিৎ গাঙ্গুলী, সোহম
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাধব দাস, বীরভূম : বুধবার সাত সকালে খবর আসে, আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন অন্যতম খ্যাতনামা গায়ক তথা সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী। বাপ্পি লাহিড়ী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই সময়ে বীরভূমের শান্তিনিকেতনে রয়েছেন আরেক বিখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। অন্যদিক একই দিনে লাভপুরে আসেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেখানেই তাঁরা এই বাপ্পি লাহিড়ীর প্রয়াণে নিজের শোকোস্তব্ধ হয়ে পড়ার কথা জানিয়েছেন। জিৎ গাঙ্গুলী জানিয়েছেন, \"বাপ্পি লাহিড়ীর চলে যাওয়া আমার কাছে বাবাকে হারানোর মতোই। তিন বছর আগে তিনি তার বাবাকে হারিয়েছিলাম আর আজকের দিনে আমার শিক্ষাগুরু বাপ্পি লাহিড়ীকে হারালাম।\" বাপ্পি লাহিড়ীর স্মৃতি রোমন্থন করতে গিয়ে জিৎ গাঙ্গুলী আরও জানান, \"উনি যতই মুম্বইয়ে থাকুন না কেন বাঙালিয়ানাকে কখনোই ভুলে যেতেন না। উনি সব সময়ই বাঙালিয়ানার জয়জয়কার করতেন। আমি যখনই কোনো ভালো গান লঞ্চ করতাম সেই সময়টার শুনেই আমাকে ফোন করতেন। শুধু একটা কথাই বলতেন, জিও বাঙালি।\" এর পাশাপাশি তিনি জানিয়েছেন, \"বাপ্পি লাহিড়ীর সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তবে আজকের এই দিনে আমি শান্তিনিকেতনে থাকায় অত্যন্ত শোকাহত হয়ে পড়েছি।\" অন্যদিকে সোহম চক্রবর্তী সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীর স্মৃতিচারণায় জানান, \"এনারা যেভাবে সংগীত জগতে নিজেদের অবদান দিয়ে গেছেন তা ১০ প্রজন্মের মানুষ গর্ববোধ করবেন।\" এর পাশাপাশি তিনি জানান, \"বাপ্পি লাহিড়ীর সঙ্গে মাস কয়েক আগেই তার ফোনে কথা হয়েছিল। কিন্তু এই ভাবে তারা একের পর এক চলে যাবেন তা সকলের কাছে শোকোস্তব্ধ। এই বিনোদন জগতের ছোট্ট অংশ হতে পেরে নিজেকে ধন্য বলে জানিয়েছেন।\"