Birbhum News|| কেষ্টকে লক-আপে ভরে 'বীর' শিব ঠাকুর, ফিরছে ভাগ্য, ভাইরাল কীর্তনের ভিডিও

Last Updated:

সোমবার রাতে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল হঠাৎ দুবরাজপুর থানার দ্বারস্থ হন। 

+
title=

#বীরভূম: সোমবার রাতে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল হঠাৎ দুবরাজপুর থানার দ্বারস্থ হন। সেখানে তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন খুনের চেষ্টার। ঘটনার পর নড়েচড়ে বসে দুবরাজপুর থানার পুলিশ এবং অনুব্রত মণ্ডলকে সোজা আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে তুলে নিয়ে আসা হয় দুবরাজপুরে। এরপর আদালতে অনুব্রত মণ্ডলকে পুলিশি হেফাজত দিতে, এখন তাঁর ঠাঁই হয়েছে দুবরাজপুর থানায়।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন শিব ঠাকুর মণ্ডল। তিনি এখন খবরের শিরোনামে। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার পর বীরদর্পে শিব ঠাকুর মণ্ডল জানিয়েছিলেন, "ওর নামে যে এফআইআর হয়েছে তাতে আমি খুশি। ওঁর নামে এফআইআর করতেই সবাই ভয় পায়। আমি সাহস নিয়ে অভিযোগ দায়ের করেছি। তার থেকে বড় আর কী হতে পারে?"
advertisement
আরও পড়ুনঃ বিশ্বভারতীতে শুক্রবারই ঐতিহ্যবাহী পৌষ উৎসবের সূচনা, পর্যটকেরা সূচি দেখে নিন
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করে যেমন রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন শিব ঠাকুর মণ্ডল, ঠিক সেই রকমই তাঁর ভাগ্য ফিরতে চলেছে। চর্চা শুরুর পর থেকে কীর্তনীয়া শিব ঠাকুরের পুরনো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। শিব ঠাকুর মণ্ডলের কীর্তনের ভিডিও ছড়িয়ে পড়ায় পেশাগত দিক দিয়ে তার পরিচিতি আরও বৃদ্ধি পাচ্ছে।
advertisement
advertisement
শিব জানিয়েছেন, ২০১৩ সালে তিনি বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার পর ২০১৫ সালে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে তিনি কীর্তন গান ও ঠাকুরের নাম নিয়ে থাকার ফলে ২০১৮ সালে পুনরায় প্রধানের পদে ফেরেন। এ সবের পরিপ্রেক্ষিতে এখন তার কীর্তন গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করায় তিনি আরও বেশি করে কীর্তন গান পরিবেশন করার অনুরোধ পান কিনা তাই এখন দেখার।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News|| কেষ্টকে লক-আপে ভরে 'বীর' শিব ঠাকুর, ফিরছে ভাগ্য, ভাইরাল কীর্তনের ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement