Birbhum News- সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ভাইকে গলা কেটে খুন করল দাদা

Last Updated:

পুলিশের তরফ থেকে ঘাতক দাদাকে খোঁজার জন্য তল্লাশি শুরু করা হয়েছে

+
সম্পত্তির

সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ভাইকে গলা কেটে খুন করল দাদা

#বীরভূম : সম্পত্তির ভাগাভাগি নিয়ে দাদা ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তির জেরে খুন হতে হলো ভাইকে। ঘুমন্ত অবস্থায় ভাইয়ের গলা কেটে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার অন্তর্গত দরগাতলায়। মৃত যুবকের নাম আবসার আলী। বয়স ২২ বছর। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তার দাদা আব্বাস আলী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ভাইয়ের উপর এবং তাকে গলা কেটে খুন করেন। ঘটনার পর থেকেই পলাতক আব্বাস আলী।
ঘটনার পর গলাকাটা অবস্থায় আবসার আলীকে মুরারই হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ওই যুবকের দেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর নিহত ভাইয়ের বাবা শেরবান খান মুরারই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।নিহতের বাবা শেরবান খান জানিয়েছেন, "গতকাল সম্পত্তি নিয়ে আমাদের একটি সালিশি সভা হয়। তারপর আমরা রাতে চলে আসি। রাতে আমরা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার বড় ছেলে এসে ছোট ছেলের গলায় ছুরি লাগিয়ে তাকে খুন করে। তখন আমি চিৎকার করে বলি এ কি করলি। সঙ্গে সঙ্গে ও ছুটে পালিয়ে যায়।" ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বড় ছেলের এমন কীর্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন বাবা শেরবান খান। পুলিশের তরফ থেকে ঘাতক দাদাকে খোঁজার জন্য তল্লাশি শুরু করা হয়েছে।
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ভাইকে গলা কেটে খুন করল দাদা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement