Birbhum News: পুরসভার ট্যাক্সের পাশাপাশি এই ট্যাক্সও জমা দিতে হয় জানেন কি! না জানলে বিপদে পড়বেন
- Published by:Ankita Tripathi
Last Updated:
পুরসভাকে ট্যাক্স দেওয়ার কথা সবাই জানেন। তবে জমির জন্য জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকেও ট্যাক্স দিতে হয় সেই কথা জানেন কি?
বীরভূম: পুরসভাকে ট্যাক্স দেওয়ার কথা সবাই জানেন। তবে জমির জন্য জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরকেও ট্যাক্স দিতে হয় সেই কথা জানেন কি? চাষের জমি বাদে প্রায় সব ধরনের জমিতেই দিতে হয় এই ট্যাক্স। কত টাকা বাকি রয়েছে ট্যাক্সের? কিভাবে সেই টাকা দেবেন জানেন কি?
ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পুরো প্রক্রিয়া হয় অনলাইনে। bangalarbhumi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে সারা বছরই সেই টাকা জমা দেওয়া হয়। প্রত্যেক বাস্তুজমি এবং ব্যবসায়িক জমির পৃথক পৃথক ট্যাক্স দিতে হয়। জমির পরিমাণের উপর ট্যাক্স ধার্য করা হয়। চাষের জমিতে কোনও ট্যাক্স লাগে না। তবে সময়ের মধ্যে টাকা না দিলে সেই টাকা দিয়ে লাগবে সুদ। পয়লা বৈশাখ থেকে ৩১ চৈত্র অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের হিসাবে এই ট্যাক্সের অর্থবর্ষ হয়ে থাকে।
advertisement
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 3:40 PM IST