হোম /খবর /বীরভূম /
এগরা বিস্ফোরণের মাঝেই বীরভূম তোলপাড়! বিপুল পরিমাণ শব্দবাজি ও বাজি মশলা উদ্ধার

Birbhum News: এগরা বিস্ফোরণের মাঝেই বীরভূম তোলপাড়! বিপুল পরিমাণ শব্দবাজি ও বাজি মশলা উদ্ধার করল পুলিশ  

X
শব্দবাজি [object Object]

লাভপুর থেকেও বিপুল পরিমাণে বাজি তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। দুটি ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া বাজি ও বাজির মশলা, সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

  • Share this:

বীরভূম: এগরার ভয়াবহ বিস্ফোরণের দু’দিন কাটতে না কাটতেই একদিকে বীরভূমের নলহাটি শহর থেকে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করল পুলিশ। অন্যদিকে লাভপুর থেকেও বিপুল পরিমাণে বাজি তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ।

রাজ্যের এই দুটি ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া বাজি ও বাজির মশলা, সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নলহাটি শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি দশকর্মা দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রায় ৭২০ প্যাকেট শব্দবাজি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ সেই ঘটনায় দোকানের মালিককে আটক করা হয়।

অন্যদিকে, লাভপুরের পূর্ণাগ্রাম থেকে এদিন প্রায় ১০০ কেজি শব্দবাজি তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় আরও চারজনকে আটক করেছে লাভপুর থানার পুলিশ।

শুভদীপ পাল

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Birbhum news, Egra blast