Birbhum News: গ্রামের বাড়ির পুজো কি এবার দেখা হবে অনুব্রতর? কেষ্টর ঘরে ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তা!

Last Updated:

বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি। এখানেই ছোট থেকে বড় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। (Durga Puja 2022) (Anubrata Mondal)

+
অনুব্রত

অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজো

#বীরভূম : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে তিনি রয়েছেন সিবিআই হেফাজতে। আর কয়েকদিন পরেই রয়েছে দুর্গা পুজো। এবার এই দুর্গাপুজো নিয়েই তার গ্রাম হাটসেরান্দির বাসিন্দারা চিন্তিত।
বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি। এখানেই ছোট থেকে বড় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। উত্তরসূরী সূত্রে তার এখানে বাবার হাতে তৈরি রয়েছে বিশাল বাড়ি। এছাড়াও রয়েছে একটি দুর্গা মন্দির। অনুব্রত মণ্ডল এবং তার দুই তুতো ভাইয়ের এই দূর্গা মন্দিরের ভাগ রয়েছে। এই মন্দিরে প্রতিবছর দুর্গা পূজোর সময় চার দিন অনুব্রত মণ্ডল আসেন এবং পুজো দেন বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: UNESCO-র স্বীকৃতির উদযাপন শুরু, ঢাকে কাঠি পড়ল শিলিগুড়িতে! সূচনা পুজোর
দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত অনুব্রত মণ্ডল এবং তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন তার নানা বিতর্কিত নিদানের পরিপ্রেক্ষিতে। যদিও নিজের গ্রামে অনুব্রত মণ্ডল গ্রামের ছেলে হিসাবেই পরিচিত বলে দাবি করেছেন স্থানীয়রা। এখানে এসে অনুব্রত মণ্ডল কখনোই তার নেতা সুলভ আচরণ করতেন না বলেও দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি মাটির মানুষের মতোই গ্রামের মানুষদের সঙ্গে তার ব্যবহার। কেউ কথা বললে তিনি সাধারণ মানুষের মতোই মানুষের সঙ্গে কথা বলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ আমলের দুর্গাপুজো দেখতে চান? কোচবিহারের মদনমোহন মন্দির সেরা ঠিকানা
এই গ্রামের বাসিন্দারা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি সেই ভাবে টিভির পর্দায় নজর রাখতে পারেন না বলে জানালেও তাদের কাছে খবর পৌঁছে গিয়েছে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার বিষয়টি। এর পরিপ্রেক্ষিতে ই তারা তাদের গ্রামের অনুব্রত মণ্ডলের বাড়ির দুর্গা পুজো নিয়ে অনেকটাই চিন্তিত। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে থাকলেও গ্রামের এই বাসিন্দারা চান এই বছরও যেন আগের মতই অনুব্রত মন্ডল দুর্গাপুজোয় গ্রামে আসতে পারেন।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: গ্রামের বাড়ির পুজো কি এবার দেখা হবে অনুব্রতর? কেষ্টর ঘরে ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement