Birbhum News : দশমীতে চলছে সিঁদুর খেলা! গোটা বীরভূমে উমা বিদায়ের সুর! দেখুন ভিডিও
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News : সিঁদুর খেলায় মেতে মহিলারা। আনন্দের মাঝেও বিদায়ের সুর বীরভূমে!
#বীরভূম : বৃষ্টিতে নাজেহাল অবস্থায় কেটে গেল উৎসবের তিন তিনটি দিন। আর আজ দেখতে দেখতে এসে গেল উমার বিদায় বেলা। উমার এই বিদায় বেলায় আকাশে বাতাসে বিষাদের সুর। চারদিকে দশমী পুজোর পর এখন শুরু হয়েছে নবপত্রিকা বিসর্জন। এই বিদায় বেলায় শেষ মুহূর্তটুকু উপভোগ করে নিচ্ছেন আপামর বাঙালি। সিঁদুর খেলায় মেতে উঠেছেন গৃহবধূরা।
বিজয়া দশমীতে সিঁদুর খেলাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। এই দিনটি যেমন উমার বিদায় বেলা ঠিক তেমনি আবার গৃহবধূদের সিঁদুর খেলা। বিভিন্ন দুর্গা পুজো মণ্ডপের পাশাপাশি একইভাবে এই সিঁদুর খেলা দেখা যায় বীরভূমের বিভিন্ন পূজা মণ্ডপে। একইভাবে সেই ছবি ধরা পড়ে সিউড়ি আনন্দপুর সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে।
এই সিঁদুর খেলার আগে বিবাহিত মহিলারা প্রথমে মা দুর্গার উদ্দেশে সিঁদুর অর্পণ করেন। মহিলারা পান, মিষ্টি, সিঁদুর নিয়ে দেবীকে নিবেদন করেন। কথিত আছে, উমা যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন তাকে সাজাতে হয়। এই সিঁদুর খেলা শতাব্দী প্রাচীন এবং এর পাশাপাশি ধুনুচি নাচও দেখা যায়।
advertisement
advertisement
সিঁদুর খেলা এবং ধুনুচি নাচ নিয়ে শেষ মুহূর্তে গৃহবধূরা জানান, "দীর্ঘ দু'বছর করোনাকালে বিজয়া দশমীর দিন সেই ভাবে আনন্দ করা যায়নি। এই বছর আমরা সেই আনন্দ দ্বিগুণ করেছি। আজকের পর আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে ঠিকই তবে শেষ মুহূর্তকে কোনভাবেই উপভোগ করা থেকে ছেড়ে দিতে পারছি না। মা দুর্গার কাছে একটি চাওয়া, যেন প্রতিবছর আমরা এইভাবে বিজয়া দশমীতে আনন্দ করতে পারি।"
advertisement
Madhab Das
Location :
First Published :
October 05, 2022 12:52 PM IST