Birbhum: প্রজননের সময়েই তাপপ্রবাহ! হরিণদের সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত কয়েকদিন ধরেই বীরভূমে চলছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে মানুষের পাশাপাশি প্রাণীদের অবস্থাও ওষ্ঠাগত। এমন পরিস্থিতিতেই আবার হরিণদের প্রজনন সময় এগিয়ে আসছে।
মাধব দাস, বীরভূম : গত কয়েকদিন ধরেই বীরভূমে চলছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে মানুষের পাশাপাশি প্রাণীদের অবস্থাও ওষ্ঠাগত। এমন পরিস্থিতিতেই আবার হরিণদের প্রজনন সময় এগিয়ে আসছে। এক্ষেত্রে আশঙ্কা তৈরি হচ্ছে তাদের কোনও ক্ষতি হবে না তো! এরই পরিপ্রেক্ষিতে আমরা বীরভূমের বোলপুর মহকুমার বল্লভপুর অভয়ারণ্যে পাড়ি দিই। সেখানকার হরিণদের বর্তমান পরিস্থিতি ছবি ধরা পড়ল নিউজ ১৮ লোকাল এর ক্যামেরায়৷ বল্লভপুরের এই অভয়ারণ্যে বর্তমানে রয়েছে মোট ২৬৬টি হরিণ। এত সংখ্যক হরিণদের রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন দফতরের তরফ থেকে। তাপপ্রবাহের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা যেমন ঠিক, সেই রকমই এই বিশেষ ব্যবস্থার কারণে হরিণদের প্রজনন সময়ে কোনও রকম সমস্যা হবে না বলেও আশা করছেন আধিকারিকরা। তবে তীব্র গরম যদি আরও কয়েকদিন চলে তাহলে সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে ব্যবস্থা৷ বন দফতরের আধিকারিকদের থেকে জানা গিয়েছে, রুটিন করে প্রতিদিন সকাল দশটার সময় তাদের খাবারে দেওয়া হচ্ছে হুইট ব্র্যান্ড, ছোলা, ভুট্টা গুঁড়ো ইত্যাদি। এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে হরিণদের। এর পাশাপাশি যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য জলের সঙ্গে মেশানো হয় ওআরএস। জল যাতে ঠান্ডা থাকে তার জন্য যে পাত্রে জল দেওয়া হয় তাতে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে জল পরিবর্তন করে দেওয়া হয়। যাতে করে জল গরম না হয়ে যায়। দুপুরবেলায় খাওয়া দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয় সবুজ জিনিস, যেমন ভুট্টা গাছ। এই ভুট্টা গাছ দুপুরে তাদের খাদ্য তালিকায় তুলে দেওয়ার কারণ হিসাবে আধিকারিকরা জানিয়েছেন, এতে তাদের পুষ্টিগুণ ঠিক থাকবে এবং শরীর ঠান্ডা থাকবে।