Birbhum News: সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করছেন ঠিকাদার! জানুন কোথায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
বীরভূম: শান্তিনিকেতনে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিল শান্তিনিকেতন থানার পুলিশ।
কিছুদিন আগেই ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এবার সরকারি জমি দখলের অভিযোগ উঠল। খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। বোলপুরের মহকুমাশাসকের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শান্তিনিকেতন থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত বাড়ি নির্মাণের উপর স্থগিতাদেশ জারি করেছে প্রশাসন।
advertisement
advertisement
শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঠিকাদার রবীন্দ্রনাথ লাহার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। কোনরকম বিল্ডিং প্ল্যান পাশ না করেই এই বাড়ি তৈরির কাজ চলছিল বলে জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। দলমত নির্বিশেষে সকলেই এই ধরনের কাজের তীব্র সমালোচনা করেছেন।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 4:44 PM IST

