Birbhum News- চাইল্ড লাইন ও প্রশাসনিক তৎপরতায় নাবালিকার বিয়ে রুখে তাকে স্কুলে ফেরানোর উদ্যোগ

Last Updated:

ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত রসুলপুর গ্রামে

+
চাইল্ড

চাইল্ড লাইন ও প্রশাসনিক তৎপরতায় নাবালিকার বিয়ে রুখে স্কুলে ফেরানোর উদ্যোগ

#বীরভূম: বয়স মাত্র ১৫। তবে এরই মধ্যে এক নাবালিকার বিয়ের বন্দোবস্ত করেছিল পরিবার। আগামী বৈশাখ মাসেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। তবে তার আগেই এই বিয়ের ব্যাপারে খবর যায় চাইল্ড লাইনের কাছে। খবর পেয়ে তৎপরতা শুরু করে চাইল্ড লাইন এবং প্রশাসনিক সহযোগিতায় সেই বিয়ে অনুষ্ঠিত হওয়ার আগেই পরিবারের থেকে মুচলেকা লিখিয়ে ওই নাবালিকাকে স্কুলে ফেরানোর উদ্যোগ নেওয়া হলো।
ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত রসুলপুর গ্রামে। বুধবার চাইল্ড লাইন, দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর ব্লকের আধিকারিকরা ওই গ্রামে ওই নাবালিকার বাড়িতে পৌঁছান। তারা সেখানে গিয়ে জানতে পারেন বিয়ে ঠিক হওয়া ওই নাবালিকার বয়স মাত্র ১৫ বছর। এমনটা জানতে পেরেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মুচলেকা লিখিয়ে বিয়ে বন্ধ করতে সক্ষম হন। অল্প বয়সে বিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর পর এমনটা সম্ভব হয়।
advertisement
চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটি খুবই দরিদ্র। বাবা গরু চড়ান। পাশাপাশি বাড়িতে রয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। যাদের মধ্যে এক মেয়ে বিশেষ ভাবে সক্ষম। এই পরিস্থিতিতেই তারা ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ততা শুরু করেন। তবে এখন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলে বিয়ে দেবেন না এমনটাই মুচলেকায় জানিয়েছেন ওই নাবালিকার অভিভাবকরা।
advertisement
advertisement
অন্যদিকে, চাইল্ড লাইনের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা ওই নাবালিকার পরিবারের সদস্যদের সমস্ত কিছু বুঝিয়ে অবশেষে বিয়ে বন্ধ করার জন্য রাজি করাতে পেরেছি। মেয়েটি এই মুহূর্তে স্কুলছুট রয়েছে। আমরা যেমন নাবালিকা ওই মেয়েটির বিয়ে রুখে দিতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি আমাদের লক্ষ্য ওই মেয়েটিকে পুনরায় স্কুলে ফেরানো। এর জন্য আমরা সমস্ত রকম সহযোগিতা করব।"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- চাইল্ড লাইন ও প্রশাসনিক তৎপরতায় নাবালিকার বিয়ে রুখে তাকে স্কুলে ফেরানোর উদ্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement