Viral CCTV Footage: দুঃসাহসিক ডাকাতি, প্রকাশ্যেই বন্দুক হাতে দাপাদাপি, ভাইরাল সিসিটিভি
- Reported by:SUBHADIP PAL
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Viral CCTV Footage: বন্দুক হাতে কীভাবে ব্যাঙ্কে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। সিউড়ির ব্যাঙ্ক ডাকাতির ভিডিও প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। যদিও ভিডিও এর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮।
বীরভূম: বন্দুক হাতে কিভাবে ব্যাঙ্কে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। সিউড়ির ব্যাঙ্ক ডাকাতির ভিডিও প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। যদিও ভিডিও এর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮। তবে এই সিসিটিভি ফুটেজ তদন্তের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
সোমবার সকালে সিউড়িতে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন সাড়ে দশটা নাগাদ সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় ভারতীয় স্টেস্ট ব্যাঙ্ক খুলতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ৬ জন ঢুকে পরে৷ আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ডাকাত দল ব্যাঙ্ক দাপিয়ে বেরাচ্ছে সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে৷
আরও দেখুন
advertisement
যদিও ভিডিও এর সত্যতা যাচাই করেনি লোকাল ১৮। মাত্র ১৮ সেকেন্ডের ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে পাঁচজন ডাকাত ব্যাঙ্কের ভিতরে কিভাবে অপারেশন চালাচ্ছে।
advertisement
প্রসঙ্গত, ওইদিন সকালে ব্যাঙ্ক ডাকাতির খবর জানতেই পুলিশ তৎপরতা শুরু করে। জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার পরাগ ঘোষ সহ একাধিক আধিকারিক এলাকায় গিয়ে তদন্ত করে আসেন। এই নিয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল ভট্টাচার্য বলেন,” আমি ছিলাম না। খবর পাওয়া মাত্র এসেছি। পুরো বিষয়টি দেখা হচ্ছে।”
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 12:09 PM IST







