Birbhum News | Chhath Puja 2022 : জলাশয়ের অভাব, হারিয়ে যাচ্ছে ছট পুজো, চৌবাচ্চা বানিয়ে রীতি পালন মহঃবাজারে

Last Updated:

Birbhum News: বাড়িতেই চৌবাচ্চা বানিয়ে ছট পুজোর প্রস্তুতি বীরভূমের এক পরিবারের!

চৌবাচ্চা তৈরি করে ছট পুজো
চৌবাচ্চা তৈরি করে ছট পুজো
#বীরভূম : দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো শেষ হওয়ার পর এবার ছট পুজোর মরশুম। ছট পুজোকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি তোড়জোড় শুরু হয়েছে বীরভূমে। হিন্দি ভাষাভাষীর মানুষেরা ইতিমধ্যেই তাদের নিকটবর্তী পুকুর, নদ-নদী পরিষ্কার-পরিচ্ছন্ন করে ছট পুজোর অনুকূল করে তুলেছেন। তবে এরই মধ্যে ব্যতিক্রমী ছবি ধরা পড়লো বীরভূমের মহঃবাজারে। যেখানে পর্যাপ্ত জলাশয়ের অভাব থাকায় বাড়িতেই চৌবাচ্চা বানিয়ে ছট পুজোর রীতি ধরে রাখার চেষ্টায় এক পরিবারের।
মহঃবাজারের কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের বলিহারপুর গ্রামে এমন ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। সেখানকার লালা বিজয় কুমার প্রসাদ এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে কংক্রিটের একটি চৌবাচ্চা তৈরি করে সেখানেই ছট পুজোর আয়োজন করেছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি পর্যাপ্ত জলাশয়ের অভাবে এই এলাকার অনেকেই ছট পুজো করেন না বলেও দাবি করেছেন তিনি।
ছট পুজোই পুকুর অথবা নদীতে গিয়ে পুজো করার ক্ষেত্রে অসুবিধা থাকাই অনেক জায়গায় দেখা যায় বাড়ির ছাদে চৌবাচ্চা বানিয়ে ছট পুজো করতে। সেই রকমই মহম্মদ বাজারের এই পরিবারের তরফ থেকে বাড়ির উঠোনে কংক্রিটের এমন চৌবাচ্চা তৈরি করে ছট পুজোর আয়োজন করেছেন। তারা কয়েক বছর ধরেই এইরকম ভাবে বাড়ির উঠোনে চৌবাচ্চা তৈরি করে ছট পুজোর আয়োজন করে আসছেন বলে দাবি করেছেন।
advertisement
advertisement
লালা বিজয় কুমার প্রসাদ জানিয়েছেন, তাদের এই এলাকায় আরও কয়েক ঘর হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে। তবে অনেকেই বিভিন্ন অসুবিধা থাকার কারণে ছট পুজোর আয়োজন করেন না। অসুবিধার কারণেই তাদের থেকে ছট পুজো হারিয়ে যাচ্ছে। তাদের কখনো পাঁচ বছর কখনো আবার তিন বছর অন্তর অন্তর ছট পুজোর আয়োজন করতে দেখা যায়। তবে তারা এইভাবেই রীতি-নীতি ধরে রেখেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এখানে যেভাবে জলের এবং জলাশয়ের অভাব তাতে এই অনুষ্ঠান করা সম্ভব নয়।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News | Chhath Puja 2022 : জলাশয়ের অভাব, হারিয়ে যাচ্ছে ছট পুজো, চৌবাচ্চা বানিয়ে রীতি পালন মহঃবাজারে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement