Birbhum News : কেউ পেয়েছেন দু'টি বাড়ি! কেউ কিছুই পাননি! আবাস যোজনার কাজে সমস্যায় আশা কর্মীরা! তথ্য দিলেই বিপদ!

Last Updated:

Birbhum News: সঠিক তথ্য দিলেও হুমকি! না দিলেও চাকরি যাওয়ার ভয়! কারচুপির কথা জানাতে সমস্যায় আশা কর্মীরা! কী চলছে আবাস যোজনায়? জানুন

+
বিক্ষোভ

বিক্ষোভ

#বীরভূম : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজ ঠিকঠাক ভাবে হয়েছে কিনা অথবা এই প্রকল্পে একবারের বেশি কেউ বাড়ি পেয়েছেন বা কেউ পাননি এই সকল বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মীদের। কিন্তু এই দায়িত্ব পেয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা এই কাজ করবেন না এমনই দাবি তুলে মঙ্গলবার বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি এবং বীরভূম জেলা শাসককে স্মারকলিপি জমা দেন।
এদিন স্মারকলিপি জমা দেওয়ার আগে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীকে দফতরের সামনে তারা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা দাবি করেছেন, দিন দিন তাদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া হচ্ছে যে সকল কাজ ন্যূনতম বেতনে করা সম্ভব নয়। পাশাপাশি তাদের মূল যে কাজ অর্থাৎ মা এবং শিশুদের দেখভাল করা, তা বর্তমানে তারা ভুলতে বসেছেন। কারণ আনুষাঙ্গিক কাজ করতে গিয়ে তারা মূল কাজ করতে পারছেন না।
advertisement
এর পাশাপাশি বর্তমানে যে আবাস যোজনা প্রকল্পের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে তা প্রসঙ্গে তারা জানান, এই প্রকল্পের কাজের দেখভাল করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। কারণ যদি দেখা যায় কোন এলাকায় এক ব্যক্তি দুটি বাড়ি পেয়েছেন একই প্রকল্পের আওতায় তাহলে তাদের এমন ঘটনার বিষয়টি উল্লেখ করতে হবে এবং সরকারকে জানাতে হবে। সেক্ষেত্রে  যার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবেন তাদের কাছে তারা শত্রু হয়ে উঠবেন। আবার যদি এই ধরনের ঘটনা দেখে সেই বিষয়টি তারা উল্লেখ না করেন তাহলে সরকারের তরফ থেকে যদি পুনরায় সার্ভে করা হয় তাহলে দেখা যাবে তারা কাজে গাফিলতি করেছেন। ফলে তাদের চাকরি চলে যাবে। এই সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতেই তারা এই কাজ করতে নারাজ।
advertisement
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : কেউ পেয়েছেন দু'টি বাড়ি! কেউ কিছুই পাননি! আবাস যোজনার কাজে সমস্যায় আশা কর্মীরা! তথ্য দিলেই বিপদ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement