Bangla News : বাড়িতে ব্যবহার করা হয় এমন জিনিস দিয়েই করা যাবে বন্যা মোকাবিলা! শেখালো এনডিআরএফ
- Published by:Piya Banerjee
Last Updated:
Bangla News : বন্যার কবল থেকে বাঁচতে এবার নতুন পথ দেখাচ্ছে এনডিআরএফ ! জানুন
#বীরভূম : সামনেই বর্ষাকাল। বর্ষাকালে বিভিন্ন জায়গায় দেখা যায় বন্যার মত নানান প্রাকৃতিক দুর্যোগ। এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে নামানো হয় এনডিআরএফ সহ বিভিন্ন বাহিনীকে। তবে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে বেশ কিছুটা সময় পার হয়। সেই মুহূর্তে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে তা নিয়েই হাতে-কলমে একটি প্রশিক্ষণ শিবির চালালেন এনডিআরএফ টিমের সদস্যরা।
বীরভূম জেলায় এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এই এনডিআরএফ সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য সরাসরি ফোন করা যেতে পারে। সরাসরি ফোন করার নম্বর হল 033295116718 এবং 9475835313। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের সঙ্গে যোগাযোগ করার নম্বর হল 7044010002/9874908982/03322623627/03462255572।
মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবির করা হয় বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত বিডিও অফিসের কনফারেন্স হলে। এই প্রশিক্ষণ শিবির হয় মূলত পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য এবং সিউড়ি এক নম্বর, সিউড়ির দু'নম্বর, বক্রেশ্বর, দুবরাজপুর সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে। এই প্রশিক্ষণ শিবিরের পর আগামী দিনে গ্রাম্য এলাকায় এই সকল জনপ্রতিনিধিরা বাসিন্দাদের এই নিয়ে প্রশিক্ষণ দেবেন।
advertisement
advertisement
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে বাড়িতে ব্যবহার করা জিনিসপত্র নিয়ে কিভাবে বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে নিজেদের রক্ষা করা যেতে পারে তা হাতে-কলমে দেখানো হয়। অনেকগুলি জিনিস এনডিআরএফ টিমের সদস্যরা দেখান। উদাহরণ হিসেবে বলা হয়, হঠাৎ বন্যা হলে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে যাওয়ার জন্য দুটি হাঁড়িকে দুটি লাঠির সঙ্গে বেঁধে হাঁড়ি দুটির মুখ বন্ধ করে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে যাওয়া যেতে পারে। এছাড়াও কলা গাছ থাকলে কলাগাছ কেটে তা বেঁধে ভেসে যাওয়া যেতে পারে বন্যার সময়।
advertisement
পাশাপাশি আরও কিছু উদাহরণ তুলে ধরেন এনডিআরএফ সদস্যরা। যেমন বাড়িতে থাকা বড় বড় কোন প্লাস্টিকের দুটি জার দড়ি দিয়ে বেঁধে বন্যার জলে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারেন। এই সকল পদ্ধতি অবলম্বন করে সাময়িকভাবে যে কেউ নিজেদের রক্ষা করতে পারেন বলে জানান এনডিআরএফ টিমের সদস্যরা।
Madhab Das
Location :
First Published :
June 08, 2022 2:35 PM IST