Bogtui Followup|| সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পরেই জোরদার নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরায় মুড়ল বগটুই

Last Updated:

Bagtui security tightened after Lalon Sheikh unnaturally died: লালন শেখের মৃত্যুর পর থেকেই ফের খবরের শিরোনামে বগটুই। লালনের এ ভাবে মৃত্যুর পর যাতে গ্রামে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম।

+
title=

#বীরভূম: চলতি বছর মার্চ মাস থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে রামপুরহাট মহকুমার বগটুই। বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখকে বোমা আঘাতে খুন করার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে বগটুই। তার মৃত্যুর পর প্রতিহিংসার আগুনে পুড়িয়ে মারা হয় ১০ জনকে। মৃতদের মধ্যে অধিকাংশ ছিলেন মহিলা এবং শিশু।
মর্মান্তিক এই গণহত্যার ঘটনায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয় এবং ধাপে ধাপে অভিযুক্তরা সিবিআইয়ের জালে ধরা পড়েন। এরই মধ্যে সোমবার সিবিআই হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয় মূল অভিযুক্ত লালন শেখের। লালন শেখের মৃত্যুর পর থেকেই ফের খবরের শিরোনামে বগটুই। লালনের এ ভাবে মৃত্যুর পর যাতে গ্রামে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম। পাশাপাশি কড়া নজরদারি চালানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের ছুটিতে মাত্র ৪৫ টাকাতে দিঘা! গল্প নয়, এটাই সত্যি! জানুন খুঁটিনাটি
এ দিকে বগটুই গ্রামের পশ্চিমপাড়ায় যেখানে লালন শেখকে কবরস্থ করা হয়েছে সেই জায়গাও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কারণ সিবিআইয়ের তরফ থেকে পুনরায় লালনের দেহ ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে আগামী বুধবার। শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ লালনের দেহ নজরে রাখতে চাইছে। পুলিশ দিয়ে গ্রাম নিরাপত্তায় ঘিরে ফেলার পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর জন্য গ্রামেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।
advertisement
advertisement
তবে দ্বিতীয়বার লালনের দেহ ময়নাতদন্তের বিষয়ে বিরোধিতা করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি। তিনি জানিয়েছেন, "আমার স্বামীর দেহের ওপরে আর কোনও অত্যাচার চাই না। যা অত্যাচার করেছে সেটাই অনেক। আমার স্বামীকে অন্যায়ভাবে যারা মেরেছে, তার সঠিক বিচার চাই।"
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Bogtui Followup|| সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পরেই জোরদার নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরায় মুড়ল বগটুই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement