#বীরভূম: মাঠে ঘাস কাটতে গিয়ে এক ১২ বছরের আদিবাসী নাবালিকাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, ঘটনায় গ্রেফতার এক যুবক।ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জবরদাহ গ্রামে। রবিবার বিকেলে ১২ বছর বয়সী ওই নাবালিকা মাঠে গিয়েছিল ঘাস কাটতে। সেই মাঠের পাস দিয়েই যাচ্ছিল ওই যুবক। মাঠে একা পেয়েই ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক, নাবালিকা চিৎকার করতে শুরু করলে ছুটে আসেন গ্রামবাসীরা, এই ঘটনা দেখেই হতবাক হয়ে পড়েন গ্রামবাসীরা, ওই যুবককে আটকে রেখে গ্রামবাসীরা খবর দেয় মুরারই থানার পুলিশকে, মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।
গ্রাম সূত্রে জানা যায় ,রবিবার বিকেলে ১২ বছর বয়সী ওই আদিবাসী নাবালিকা মাঠে গিয়েছিল ঘাস কাটতে। সেই সময় বাদাম শেখ নামে এক ২২ বছরের যুবক তার বাড়ি মুরারই থানার বনরামপুর গ্রামে। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে জোর করে মাঠের অন্যত্র জায়গায় টেনে নিয়ে যাবার চেষ্টা করে অভিযুক্ত। সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করেন। ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন - Gossip: বিয়ের দিনেই এত্ত বড় কেলেঙ্কারি ভারতীয় এই তারকার, জীবনের সবচেয়ে বড় ভুল মানছেন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Crime Against Women