Anubrata Mondal | Birbhum news | CBI: অনুব্রত-কাণ্ডে আবারও তৎপর সিবিআই! এবার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে হানা, তলব ড্রাইভারকেও
- Reported by:SUBHADIP PAL
- hyperlocal
Last Updated:
অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে হানা সিবিআই এর। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর এই বিদ্যুৎ বরণ গায়েন।
বীরভূম: সিবিআই আগেই গ্রেফতার করেছিল৷ মাস কয়েক আগে গরু পাচার মামলায় ইডিও গ্রেফতার করেছে তাঁকে৷ নয়াদিল্লি তিহার জেলে ঠাঁই হয়েছে বোলপুরের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের৷ তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল৷ দিল্লিতে তলব করার পরে গ্রেফতার হয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা৷ বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রতর যাবতীয় সম্পত্তি৷ পরিস্থিতি এমনই যে এখন আইনজীবীর টাকা দিতেও কালঘাম ছুটছে কেষ্টর৷ শরীরও ভেঙেছে হুড়মুড়িয়ে৷ এরপরেও অবশ্য তদন্ত চলছে৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআইয়ের দল৷ ব্যাঙ্ক কর্মীদের ডেকেও চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ৷
সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দেয় সিবিআই। পরে বোলপুরের অস্থায়ী ক্যাম্পে সুকন্যার গাড়ির চালক তুফান মির্ধাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেন অফিসারেরা৷ সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর ছিলেন এই বিদ্যুৎ বরণ গায়েন।
Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি নয় এখনই! কোন জেলা পুড়বে, কোন জেলাই বা ভিজবে বৃষ্টিতে, কবে বৃষ্টি কলকাতায়?
বুধবার শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখান থেকে যান অনুব্রতর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের বাড়িতে৷ সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবরণের বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
advertisement
advertisement
এখানে উল্লেখ্য, এএনএম এগ্রনমি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেড ও মাকালি ট্রেডার্স নামে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎ বরণ গায়েন৷ এই দুজনের নামে বেশ কয়েকটি ব্যঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ তাতে কোটি কোটি টাকা লেনদেনের নথি আগেই হাতে পেয়েছে সিবিআই। কিন্তু, অসুস্থতার কারণে বিদ্যুৎবরণ গায়েনকে সেভাবে কখনও জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্তকারীরা।
advertisement
ভ্যাপসা গরম থেকে কবে মুক্তি? ভারতে ঢুকে গেছে বর্ষা, পশ্চিমবঙ্গে আসছে কবে? জানাল আবহাওয়া দফতর
অন্যদিকে, সুকন্যা মণ্ডলের গাড়ি চালক তুফান মির্ধাকেও এদিন রতনকুঠির অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়৷ সেখানেও দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ৷ এর পাশাপাশি, বোলপুরের বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিককেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷
Subhadip Pal
view commentsLocation :
West Bengal
First Published :
June 09, 2023 10:36 AM IST