Birbhum News- অনন্য সরস্বতী পুজো বীরভূমে, নেই পুরোহিত, পুজো আদিবাসী তরুণীর হাতে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বর্তমানে লক্ষ্য করা যায় মহিলা পুরোহিতদের দ্বারা পুজো-অর্চনা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা। তবে আদিবাসী মহিলা পুরোহিতের হাতে সরস্বতী পুজো একেবারেই নতুন
#বীরভূম : বর্তমানে লক্ষ্য করা যায় মহিলা পুরোহিতদের দ্বারা পুজো-অর্চনা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা। তবে আদিবাসী মহিলা পুরোহিতের হাতে সরস্বতী পুজো একেবারেই নতুন। এমনই নতুনত্ব এবং অনন্য সরস্বতী পুজো লক্ষ্য করা গেল বীরভূমের ইলামবাজারের গোপালনগর আদিবাসী পাড়ায়, যেখানে প্রীতিকণা জানা একটি অবৈতনিক প্রাইভেট টিউশন চালু করেছেন এলাকার আদিবাসী খুদেদের জন্য। তার এই প্রাইভেট টিউশনেই আয়োজন করা হয়েছে সরস্বতী পুজোর। তবে সরস্বতী পুজোর দিন পুরোহিত ছাড়াই, এই সরস্বতী দেবীর পুজো দিলেন ওই প্রাইভেট টিউশনেরই আদিবাসী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। আদিবাসী ছাত্রী অর্থাৎ আদিবাসী মহিলার হাত দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন হল।