Birbhum: প্রজাতন্ত্র দিবস পালন জেলা প্রশাসনের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাধব দাস, বীরভূম : ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো বীরভূমের সদর শহর সিউড়ির জানুয়ারি ময়দানে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন প্রথমেই বীরভূম জেলা শাসক বিধান রায় জেলাশাসক দপ্তরের সামনে শহীদ বেদীতে মাল্যদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর তিনি চলে আসেন সিউড়ির চাঁদমারি ময়দানে। সেখানে এসে পতাকা উত্তোলনের পাশাপাশি কুচকাওয়াজ শুরু করার অনুমতি দেন। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শন। এরপর তিনি বীরভূম জেলার বাসিন্দা তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।