Birbhum News: নতুন চিটফাণ্ড সংস্থার দুর্নীতি ফাঁস! কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ

Last Updated:

অভিযোগ, যুব সম্প্রদায়কে প্রলোভন দেখিয়ে এই টাকা নিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, সুদ দেওয়ার নামে কম পক্ষে ২ লক্ষ থেকে সর্বাধিক আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে৷

+
বোলপুরে

বোলপুরে চিটফান্ডেক পর্দা ফাঁস

বোলপুর: বোলপুরে নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস। ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ। সেখানকার প্রায় ১৫০ বেশি যুবকের কাছ থেকে শেয়ার মার্কেটের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে দেউলিয়া ঘোষণা করে সংস্থা৷ অভিযোগ পেয়ে সংস্থার কর্নধার শুভ্রায়ন শীল নামে এক যুবককে আটক করে বোলপুর থানার পুলিশ।
বীরভূমে গোরু পাচার মামলার তদন্তে করছে ইডি ও সিবিআই। বিচারবিভাগ হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ ছাড়া কয়লা পাচার মামলাতেও যোগ রয়েছে বীরভূম জেলার৷ তদন্তে নেমে লটারি টিকিট কেলেঙ্কারিও সামনে এসেছে।এই সবের মাঝে নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস৷
'এস এস কনসালটেন্সি' নামে একটি বেসরকারি সংস্থা শেয়ার বাজারে সুদে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে বলে অভিযোগ। পরে সেই টাকা আত্মসাৎ করে সংস্থা দেউলিয়া ঘোষণা করে দিয়ে গা ঢাকা দেয় কর্তৃপক্ষ। প্রায় ৩ মাস পর সংস্থার কর্নধার শুভ্রায়ন শীল নামে ওই যুবককে খুঁজে পায় লগ্নিকারীরা৷ অভিযোগ, বোলপুর শহর-সহ আশেপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে। যুব সম্প্রদায়কে প্রলোভন দেখিয়ে এই টাকা নিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, সুদ দেওয়ার নামে কম পক্ষে ২ লক্ষ থেকে সর্বাধিক আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে৷ এই ভাবেই বা ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ।
advertisement
advertisement
বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রায়ন শীল। খবর পেয়ে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় লগ্নিকারীরা৷ দেখা যায় মাত্র এক বছরে ওই যুবক দামি দাবি বাইক, গাড়ি, মোবাইল কিনে ফেলেন৷ অভিযোগ পেয়ে বোলপুর থানার পুলিশ  চিটফাণ্ড সংস্থার কর্নধার ওই যুবককে আটক করে৷
advertisement
ধৃত যুবক বলেন, "আমি একটা কোম্পানি খুলেছিলাম৷ সেটায় লস হয়েছে৷ তবে আমি ওদের কাছে সময় চেয়েছিলাম৷ টাকা ফিরিয়ে দেব বলে।
লগ্নিকারীদের মধ্যে মানবেন্দ্র ধর বলেন, "আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ-সহ ফেরত দেবে বলে। বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পরে সেই টাকা না দিয়ে পালিয়ে যায়৷ খাবার ডেলিভারি বয়ের মারফৎ ওর খবর পাই৷ ৩০ কোটি টাকার বেশি লুঠ করেছে৷ আমরা চাই পুলিশ আমাদের টাকা আদায় করে দিক।"
advertisement
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
 Birbhum News: নতুন চিটফাণ্ড সংস্থার দুর্নীতি ফাঁস! কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement