হোম /খবর /বীরভূম /
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শ্রমিকের, দেহ তুলতে গিয়ে বিপত্তি পুলিশের

Birbhum News : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শ্রমিকের, দেহ তুলতে গিয়ে বিপত্তি পুলিশের, তারপর যা করল গ্রামবাসীরা...

ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুত তার ঠিকে মৃত ২

ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুত তার ঠিকে মৃত ২

Birbhum News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে।

  • Share this:

বীরভূম: ধান কাটার গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ীর সাথে ১১ হাজারের বিদ্যুৎ তার ঠিকে যাওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত ২ শ্রমিক । ঘটনা বীরভূমের সদাইপুর থানা এলাকার রেঙুনি ও সানুচ গ্রামের মাঝের মাঠে । পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে। জানা গিয়েছে, ওই দুই শ্রমিকের বাড়ি হরিয়ানা । তারা যন্ত্রচালিত ধান কাটার মেশিন নিয়ে ধান কাটতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই গ্রামের মাঠের কাছে ইলেকট্রিক তার ঝুলে ছিল, এর আগেই অনেকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছিল তার গুলি টান করা জন্য , কিন্তু কোনও সুরাহা হয়নি । গ্রামে পুলিশ দেহ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ । গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় পুলিশকে । পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ দেহ তুলে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । ওই গ্রামের বাসিন্দা শেখ শাহাজান বলেন , ‘ধান কাটার জন্য ধান কাটার মেশিন নিয়ে দুই শ্রমিক যাচ্ছিলেন , সেই সময় রাস্তায় বিদ্যুতের তার নীচে ঝুলে ছিল আর গাড়ির ওপরেই ছিল দুজন । তখনই ১১ হাজারের বিদ্যুতের তার কোনওভাবে তাদের গায়ে লেগে যায় । তখনই একজন গাড়ির ওপর থেকে নীচে মাটিতে পড়ে মারা যায় আর একজন তার লেগে গাড়ির ওপরেই মারা যায় । এর আগে আমরা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছিলাম তারের উচ্চতা বাড়ানোর জন্য কিন্তু কোনও প্রতিকার হয়নি ।’ গ্রামবাসী রাজিবুল হক জানান ,  ‘ধান কাটার মেশিন নিয়ে আসার সময় ঘটে এই ঘটনা । গাড়ির ওপরে দুজন শ্রমিক ছিল যারা বাইরে থেকে এসেছিল ।

আরও পড়ুনপ্রকাশ্য লোকালয়ে ওটা কী! দেখতে উপচে পড়ল মানুষের ভিড়, তারপর যা হল…

আরও পড়ুন-বেবি বাম্প নিয়ে ব়্যাম্প শো মাতালেন হবু মায়েরা, মাতৃ দিবসে অভিনবত্বের ছোঁয়া দুর্গাপুরে

সেই সময় ১১ হাজারের বিদ্যুতের তার নীচে ঝুলে থাকায় একজন বাঁশ দিয়ে সেই তার ধরে ছিল । কিন্ত কোনওভাবে সেই তার বাঁশ ছেড়ে ওই ব্যক্তির গায়ে লেগে যায় এবং ঐ ব্যক্তিকে ছাড়াতে গিয়ে আর একজনেরও গায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় দুজনের । এই ঘটনার সম্পূর্ণ দায় বিদ্যুৎ বিভাগের। এর আগেও আমরা অনেক বার বিদ্যুৎ বিভাগকে জানিয়েছিলাম , এমনকি ফোনে ভিডিও করেও পাঠিয়েছিলাম কিন্ত কোনও সুরাহা হয়নি । ‘

Supratim Das 

Published by:Riya Das
First published:

Tags: Death