দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা

Last Updated:

বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷

বেলজিয়াম (৩) ( মার্তেন্স, লুকাকু, লুকাকু) - পানামা (০) 
#সোচি : বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷ কিন্তু বেলজিয়ান দলের ডাকনামও ওই একই ৷ আর বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে নিয়ে যেভাবে ছিনিমিনি করল তারা, তাতে তাদের নামের যৌক্তিকতাও বুঝিয়ে দিল ৷
এদিন শুরু থেকেই দারুণ আক্রমণ শানাচ্ছিল তারা ৷ রোমেলু লুকাকু হয়ে উঠছিলেন মারাত্মক ৷ তারওপর তাদের গোলদুর্গের নিচে কুর্তোয়ার সুরক্ষিত হাত ৷ পানামা-র প্রথমার্ধেই নাভিশ্বাস উঠছিল ৷ তবে গোলমুখ খুলতে পারেনি বেলজিয়াম ৷
advertisement
advertisement
৪৭ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন মার্তেন্স ৷ বলজিয়াম এগিয়ে যায় ১-০ গোলে ৷ ৬৯ মিনিটে টিম এফোর্টে দুরন্ত গোল ৷ হ্যাজার্ড কাট করে ইনসাইডে ঢুকে বল বাড়িয়ে দেন ডি ব্রুয়েনকে ৷ তিনি পানামা-র ফুটবলারকে বিট করে বলটা কার্ল করিয়ে দেন লুকাকু-র  দিকে ৷ সেখান থেকে দৃপ্ত পায়ে বল গোলে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি ৷
advertisement
ম্যাচের ৭৫ মিনিটে ফের জুটিতে লুটি হ্যাজার্ডের বাড়ানো বল জালে জড়িয়ে দেন লুকাকু ৷ প্রথম ম্যাচে সব হেভিওয়েট টিমই যেখানে ল্যাজে গোবরে দশা হয়েছে , সেখান থেকে বেলজিয়ামের পারফরম্যান্স অনেকটা বেলজিয়ান চকোলেটের মতোই মসৃণ হয়ে রইল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement